Tejas Express: জানেন কি ভারতের দ্রুতগামী ট্রেনের নাম, পিছনে ফেলে দেবে দুরন্ত, রাজধানী, বন্দে ভারতকে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Tejas Express: ভারতীয় রেল বর্তমানে অত্যাধুনিক প্রযুক্তির উপর নির্ভর করে নিজেকে নতুনভাবে সাজিয়ে তুলেছে। সম্প্রতি ভারতের সবথেকে দ্রুতগামী ট্রেন কোনটি কাউকে যদি জিগ্গেস করা হয় উত্তর দেবে বন্দে ভারত এক্সপ্রেস। কিন্তু আজকের এই প্রতিবেদনে জানতে পারবেন এমন একটি ট্রেন সম্পর্কে যেই ট্রেন খুব সহজেই টেক্কা দেবে বন্দে ভারত এক্সপ্রেস সহ রাজধানী দুরন্ত ট্রেনকেও। এই ট্রেনটি (Tejas Express) শুধু স্পিডের দিক থেকে এগিয়ে তা নয়, এর লাক্সারিও এক আলাদা ভালোলাগা তৈরি করেছে ট্রেনপ্রেমীদের মধ্যে।

Advertisements

আজকের এই প্রতিবেদনে যে ট্রেন সম্পর্কে আলোচনা করা হবে তার স্পিড অবাক করবে আপনাকে। ট্রেনটির সর্বোচ্চ স্পিড কিন্তু ২০০ কিলোমিটার প্রতি ঘন্টা। ভাবছেন এমন ট্রেন কি আদৌ আছে, নাকি পুরোটাই মিথ্যা? কিন্তু এটাই সত্যি। ভারতীয় রেল হলো দেশের মেরুদন্ড। নিত্যদিনের যাতায়াত থেকে শুরু করে দূরপাল্লার যাত্রা ট্রেন ছাড়া আর কোনো বিকল্পের কথা ভাবা সম্ভব নয়। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ ট্রেনে করে যাতায়াত করেন। ভারতীয় রেল সর্বদাই চেষ্টা করে যাতে অল্প সময় এবং কম টাকার মধ্যে যাদের সাধারণ মানুষ তাদের যাত্রা সম্পূর্ণ করতে পারে। ভারতের লোকাল ট্রেন সাধারণ মানুষের রোজকার যাত্রার একেবারে উপযুক্ত।

Advertisements

আবার ভারতীয় রেলের দ্রুতগামী ট্রেনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো দুরন্ত, রাজধানী, বন্দে ভারত এক্সপ্রেস এবং সর্বোপরি তেজস এক্সপ্রেস (Tejas Express) এর মতো ট্রেন। দূরপাল্লার যাত্রা দ্রুত সম্পন্ন করতে চাইলে এই ধরনের ট্রেন একেবারে আদর্শ। আজকের এই প্রতিবেদনে আলোচনা করা হবে ভারতের অন্যতম লাক্সারি ট্রেন তেজস এক্সপ্রেস নিয়ে। বহু মানুষই হয়তো এই বিষয়টি সম্পর্কে অবগত নয় যে এই তেজস ট্রেনটি IRCTC দ্বারা পরিচালিত হয়। এই প্রিমিয়াম ট্রেনটিতে যারা যাত্রা করেন তাদের সুযোগ সুবিধার দিকে বিশেষ খেয়াল রাখে ভারতীয় রেল। তেজস সুপারফাস্টকে শতাব্দী ট্রেনের প্রিমিয়াম সংস্করণ হিসাবেও মনে করা হয়।

Advertisements

আরও পড়ুন:High Speed Bullet TrainHigh Speed Bullet Train: বন্দে ভারতে ‘বুলেট টুইস্ট’, হাই স্পিড ট্রেন নিয়ে জল্পনা তুঙ্গে

এই ট্রেনটিতে যে সুযোগ সুবিধা পাওয়া যায় তা পাওয়া যায় না রাজধানী এবং শতাব্দী ট্রেনেও। এতে রয়েছে একদম বিমানের মতো হোস্টেস, যারা কিনা আপনার খেয়াল রাখবে। জানেন কি তেজস এক্সপ্রেস অন্যান্য সুপারফাস্ট ট্রেনের তুলনায় কম সময়ে পৌঁছে দেবে গন্তব্যস্থানে। এই ট্রেনটি দেশের বিভিন্ন প্রান্ত থেকে চলাচল করে। তেজস এক্সপ্রেস ইতিমধ্যেই যাত্রীদের মধ্যে খুবই জনপ্রিয়। ক্যাটারিংয়ের প্রশ্ন হোক বা আরামদায়ক আসন, এই সুপার লাক্সারি ট্রেন সকলকে হার মানিয়ে দিয়েছে।

এই ট্রেনটির (Tejas Express) সর্বোচ্চ গতি অবাক করার মতো। তেজস ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ২০০ কিলোমিটার বেগে ছুটতে সক্ষম। কিন্তু তেজসের অপারেটিং স্পিড ঘণ্টায় ১৪০ কিলোমিটার। দেশের অন্যান্য প্রিমিয়াম ট্রেন যেমন রাজধানী, শতাব্দী এবং দুরন্ত ট্রেনের মতো ট্রেনগুলি সর্বাধিক ১৫০ থেকে ১৬০ কিলোমিটার গতিতে চলে। এই ধরনের ট্রেনগুলোর অপারেশনাল গতি ১৩০ থেকে ১৪০ কিলোমিটার প্রতি ঘণ্টার মধ্যে। তেজস এক্সপ্রেস এর আরেকটি বিশেষত্ব হলো, তেজস সুপারফাস্ট ট্রেনে অটোমেটিক গেট রয়েছে। এই ট্রেনের গেট শুধুমাত্র স্টপেজ সহ স্টেশনে এলেই খুলে যায় এবং চলন্তভাবে এই ট্রেনে কখনোই চড়া সম্ভব নয়।

Advertisements