মহারাষ্ট্রের নাসিকের জেলা পরিষদের বিজেপি প্রার্থীর নাম দুবরাজপুরের ভোটার তালিকায়। এমনকি ওই ভোটার এসআইআর চলাকালীন এনামুরেশন জমা দিয়েছেন। আর এই ঘটনার পরেই প্রশ্ন উঠছে তাহলে কি তারা মহারাষ্ট্রের নাসিক এবং দুবরাজপুর দু জায়গাতেই ভোটার তালিকায় নাম রাখার ধান্দায়? উত্তরে ভুল স্বীকার করে নিয়েছেন অভিযুক্তরা।
তবে ভুল স্বীকার করলেই যে সবকিছু শেষ হয়ে যাবে এমন নয়! কারণ রাজ্যের শাসক দল তৃণমূল যেখানে বারবার অভিযোগ করে আসছে, বিজেপি বাইরের ভোটারদের পশ্চিমবঙ্গের ভোটার করে আগামী বিধানসভা নির্বাচনে জয়যুক্ত হওয়ার চেষ্টা চালাচ্ছে। আর এমন একটি তথ্য সামনে আসতেই তারা রীতিমতো উঠে পড়ে নেমেছে, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বিষয়টি নিয়ে পোস্ট করার পাশাপাশি বিজেপির চক্রান্ত বলে অভিযোগ তুলছে।
আরও পড়ুনঃ বরফ আর বরফ! বীরভূমের বুকে বরফের দেশ! সরস্বতী পুজোয় আলাদা দৃশ্য, দেখে আপ্লুত দর্শনার্থীরা
তবে বিজেপির তরফ থেকে স্পষ্টভাবে জানানো হয়েছে, যদি এই ধরনের ঘটনা ওই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে করে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করুক নির্বাচন কমিশন তারা এটা চাই।
ঘটনাকে কেন্দ্র করে এখন রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে যাওয়ার পাশাপাশি শনিবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ওই ব্যক্তির বাড়িতে আসেন blo। তিনি পুরো বিষয়টি খতিয়ে দেখে উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবেন বলে জানিয়েছেন।
অন্যদিকে এমন ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি জানিয়েছেন, তিনি দুবরাজপুরের নাম বাদ দিয়ে মহারাষ্ট্রের ভোটার তালিকায় নাম রাখতে চান।
