Football: ফুটবল খেলাকে ঘিরে তুলকালাম, দাদাগিরি তৃণমূল চেয়ারম্যানের ভাইপোর, গ্রেফতার অভিযুক্ত সহ ৭

Football: ফুটবল খেলাকে কেন্দ্র করে তুলকালাম কান্ড বীরভূমের দুবরাজপুরে। মূলত দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডের ভাইপো সাগ্নিক পান্ডে এবং তার দল বলের তাণ্ডবেই এমন তুলকালাম কাণ্ড বেঁধেছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে আক্রান্তরা দুবরাজপুর থানার সামনে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন। অভিযুক্ত সাগ্নিক পাণ্ডে সহ সাতজন গ্রেপ্তার, কয়েক ঘন্টা কেটে গেলেও অবরোধ তুলতে নারাজ আক্রান্তরা।

ঘটনার সূত্রপাত প্রসঙ্গে যা জানা যাচ্ছে তাতে সদাইপুর থানার অন্তর্গত বাঁধেরশোল গ্রামে একটি ফুটবল টুর্নামেন্টের (Football) আয়োজন করা হয়েছিল। সেখানে কোয়ার্টার ফাইনালে দুবরাজপুর নায়ক পাড়া ও দুবরাজপুর বাউরী পাড়ার মধ্যে খেলা হয় এবং নায়ক পাড়া হেরে যায়। এই ঘটনার পর খেলার মাঠেই কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে দুই দল। যদিও পড়ে সব মিটে যায়।

আরও পড়ুন: চেন্নাইয়ে কর্মরত সিউড়ির পরিযায়ী শ্রমিকের মৃ*ত্যু! সর্বহারা পরিবারের দেহ আনার খরচ এক লাখ

অন্যদিকে দুবরাজপুরের বাউরীপাড়া ফাইনালে উঠে ট্রফিও জিতে। আর তারা যখন ট্রফি নিয়ে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় দুবরাজপুরের সাতকেন্দুরি মোড়ের কাছে নায়ক পাড়ার ছেলেরা বাউরি পাড়ার ছেলেদের পথ আটকে বেধড়ক মারধর করে। যে ঘটনায় বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফুটবল খেলাকে (Football) কেন্দ্র করে দুই পাড়ার ঝামেলা আর এই ঝামেলায় মূল অভিযুক্ত দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডের ভাইপো সাগ্নিক পান্ডের মা আবার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজাতা পান্ডে