Dubrajpur: জেল হেফাজতে ভাইপো, ফুটবল খেলাকে ঘিরে তৃণমূল নেতার ভাইপোর তাণ্ডবে জেলে গেলেন আরও ৬

Dubrajpur: শুক্রবার দুবরাজপুরের বাসিন্দারা তান্ডব দেখেছিলেন তৃণমূল নেতার ভাইপো ও তার সঙ্গী সাথীদের। দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডের ভাইপো সাগ্নিক পান্ডে ও তার সঙ্গী সাথীদের বিরুদ্ধে এমনই অভিযোগ। ফুটবল খেলায় হারা যে তাকে কেন্দ্র করে এই গন্ডগোলের সূত্রপাত। সদাইপুরে আয়োজিত ওই ফুটবল খেলায় গন্ডগোলের প্রাথমিক মীমাংসা খেলার মাঠে হলেও যখন দুবরাজপুরের বাউরি পাড়ার ছেলেরা ট্রফি জিতে এলাকায় ফিরছিলেন তখন দুবরাজপুরের সাতকেন্দুরি মোড়ে তাদের আটক করে মারধর করেন পীযুষ পান্ডের ভাইপো সাগ্নিক পান্ডের দলবল। এই ঘটনার প্রতিবাদে বাউরি পাড়ার বাসিন্দারা জাতীয় সড়ক অবরোধ করে রাখেন দীর্ঘক্ষন। পরে অভিযুক্তদের গ্রেপ্তার এবং পুলিশের প্রতিশ্রুতির পরিপ্রেক্ষিতে অবরোধ তোলা হয়।

শনিবার গ্রেপ্তার হওয়া সাগ্নিক পান্ডে এবং বাকিদের দুবরাজপুর (Dubrajpur) আদালতে তোলা হলে গ্রেফতার হওয়া সাতজনকে আদালত ২৬ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেয়।

এদিন অভিযুক্ত সাতজনকে আদালতে তোলার সময় দুবরাজপুর (Dubrajpur) আদালত চত্বরে যাতে কোনরকম অশান্তি তৈরি না হয় তার জন্য দুবরাজপুর পুলিশের তরফে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল