গত ফেব্রুয়ারি মাসে রাজ্য বাজেটে রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এর তরফে সরকারি কর্মীদের জন্য DA বৃদ্ধির কথা ঘোষণা হয়েছে। আগে তারা ১৪% DA পেতেন এই বছর থেকে তা আরও ৪% বাড়িয়ে ১৮% করা হয়েছে। আর এবার খুশির ঈদের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য এক ধাক্কায় অনেকটা বাড়ল অ্যাড হক বোনাস ও উৎসব অগ্রিম। যা অত্যন্ত স্বস্তির খবর তাদের কাছে।
মঙ্গলবার রাজ্যের অর্থ দপ্তরের তরফে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। জানা গিয়েছে, দুর্গাপুজো ও ঈদের আগে এই বোনাস ও অগ্রিম পাবেন কর্মীরা। বিজ্ঞপ্তিতে প্রকাশ পেয়েছে, চলতি বছর অর্থাৎ ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত যে সব কর্মীদের মাসিক বেতন ৪৪ হাজার বা তার নীচে সেসকল কর্মীরা এই বোনাস এর আওতায় পড়বে। এবার থেকে অ্যাড হক বোনাসে দেওয়া হবে ৬ হাজার ৮০০ টাকা যা গত বছরের তুলনায় বেশি। কারণ ২০২৪ সালে অ্যাড হক বোনাস এর পরিমান ছিল ৬ হাজার টাকা যদিও বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক ৪২ হাজার।
আরও পড়ুন: Overcome Loneliness: একাকিত্বে বিষাদগ্রস্ত? এই পাঁচটি অভ্যাস বদলে দেবে জীবন
অন্যদিকে, উৎসব অগ্রিম গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে কর্মীদের। মাসিক ৪৪ হাজার টাকা থেকে ৫২ হাজার টাকা পর্যন্ত যাদের বেতন তারা উৎসব অগ্রিম হিসেবে চলতি বছর পাবেন ২০ হাজার টাকা। আবার গত বছর যাদের বেতনের ঊর্ধ্বসীমা ছিল মাসিক ৪২ হাজার টাকা থেকে ৫০ হাজার টাকা তাদের উৎসব অগ্রিম হিসেবে দেওয়া হয়েছিল ১৮ হাজার টাকা। এবছর তা ২ হাজার টাকা বাড়িয়ে করা হয়েছে ২০ হাজার টাকা। তবে শুধু রাজ্য সরকারি কর্মীরা নন, ‘অ্যাড হক’ বোনাসের সুবিধা পাবেন পেনশনভোগীরাও। এছাড়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরাও উৎসব ভাতার আওতায় পড়েন।
৩১ মার্চ ২০২৫ সালের মধ্যে যেসকল কর্মীরা অবসর নিয়েছেন বা নিতে চলেছেন, তারা এই উৎসব ভাতার সুবিধা পাবেন। মূলত যাদের পেনশন মাসে ৩৮ হাজার টাকার কম তারা ভাতা বাবদ পাবেন ৩ হাজার ৫০০ টাকা। গত বছর এই ভাতা ছিল ৩ হাজার ২০০ টাকা। এবার কিছুটা টাকা বেড়েছে। গত বছর উৎসব ভাতার প্রাপকদের পেনশনের ঊর্ধ্বসীমা ছিল মাসে ৩৫ হাজার টাকা। এবার তা বেড়ে হয়েছে ৩৮ হাজার টাকা। রাজ্য সরকারি অধীনস্থ সকল সংস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মীরাও এই সুবিধার যোগ্য।
তৃণমূল সমর্থিত রাজ্য সরকারি কর্মচারি ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েকের তরফে জানা গিয়েছে, ‘‘রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকারি কর্মচারীদের জন্য কতটা ভালো ভাবেন, তা আবারও প্রমাণিত।’’ অল বেঙ্গল পেনশনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি মনোজ চক্রবর্তী ঈদের আগে রাজ্য সরকারের এই সিদ্ধান্ততে খুশি প্রকাশ করেছেন।