River Bridge: যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে! বিকল্প সেতু নির্মাণ কংসাবতী-শিলাবতীর ওপর

সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবহণ ও যোগাযোগ ব্যবস্থাও ক্রমশ উন্নত হচ্ছে। তালিকায় যেমন রয়েছে রেল লাইন সম্প্রসারণের কাজ তেমনই রয়েছে জাতীয় সড়ক পথ তৈরির কাজও। আর এবার আরও এক সুখবর সামনে এসেছে। জানা গিয়েছে, মেদিনীপুরের কংসাবতী ও শিলাবতী নদীর উপর নতুন দুটি ব্রিজ নির্মাণের কাজ শুরু হতে চলেছে। পশ্চিম মেদিনীপুরে ৬০ নম্বর জাতীয় সড়কের বুকে অবস্থিত কংসাবতী ও শিলাবতী নদীর ওপর এই দুই নতুন সেতুর টেন্ডারের কাজ সমাপ্ত হয়ে যাবে আগামী দুইমাসের মধ্যে। টেন্ডার প্রক্রিয়া শেষ হলেই সেতু নির্মাণের কাজ আরম্ভ হয়ে যাবে বলে খবর জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের তরফে।

মেদিনীপুরে কংসাবতী নদীর ওপর ভগ্নপ্রায় পুরোনো দেশপ্রাণ বীরেন্দ্র সেতু অবস্থিত যা মোহনপুর ব্রিজ নামেও পরিচিত। অপরদিকে গড়বেতায় শিলাবতী নদীর উপর অবস্থান করছে ধাদিকা ব্রিজ। এবার এই দুই ব্রিজের বিকল্প ব্রিজ নির্মাণের কাজে হাত পড়বে। গত দুই বছর আগে কেন্দ্র সরকারের পক্ষ থেকে ৩০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এই ব্রিজ নির্মাণের কথা মাথায় রেখে। ইতিমধ্যেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের এক উচ্চপদস্থ আধিকারিক এর তরফে জানানো হয়েছে, জমি অধিগ্রহণ, সমীক্ষা যাবতীয় প্রয়োজনীয় কাজই প্রায় শেষের পথে।

আরও পড়ুন: Jio EID Offer: ইদের উৎসবে গ্রাহকদের মুখে চওড়া হবে হাসি! জিওর প্ল্যানে এলো বড় চমক

সড়কপথে পশ্চিম মেদিনীপুরের বেশিরভাগের সঙ্গে কলকাতা-সহ অন্য রাজ্যের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম এই ব্রিজ। বিগত তিন-চার বছর ধরে গুরুত্বপূর্ণ এই ব্রিজ ‘দুর্বল সেতু’ বলেই চিহ্নিত করা হয়েছে। গত দুই বছর আগে এই সেতু সংস্কারের পর এই সেতুর ওপর দিয়ে সর্বোচ্চ ২৫ টন ওজনের যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হয়। যার ফল স্বরূপ ট্রাক মালিক, ব্যবসায়ী থেকে শুরু করে শিল্পপতিদের অবস্থা নাজেহাল। গত প্রায় দুই বছর ধরে ভুক্তভোগী এদের অধিকাংশ। অন্যদিকে, ৬০ নম্বর জাতীয় সড়কের বুকে শিলাবতী নদীর ওপর অবস্থিত ধাদিকা ব্রিজটিও সড়কপথে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে।

২০২০ সালে এই সেতুটি পশ্চিম মেদিনীপুরের গড়বেতাতে সংস্কার করা হয়। কিন্তু জেলার এই দুই ভগ্নপ্রায় পুরোনো সেতুর বিকল্প সেতু তৈরির দাবিতে সরব হয়েছিল বহু বছর আগেই। এই নতুন দুটি ব্রিজ নির্মাণ হবে মোহনপুর ব্রিজ, ধাদিকা ব্রিজের একবারে পাশেই। জানা গিয়েছে, মেদিনীপুরের নতুন সেতুটি প্রায় ২৭ মিটার চওড়া এবং দেড় কিলোমিটার দীর্ঘ হবে। নতুন এই সেতুটি মোহনপুর থেকে শুরু হয়ে নদী পেরিয়ে মোহনপুর পার্কের উপর দিয়ে যাওয়ার কথা রয়েছে। অন্যদিকে গড়বেতাতে এখন চালু থাকা ধাদিকা ব্রিজ ও নদীতে ভেঙে পড়ে থাকা ব্রিটিশ আমলের সেতুর একবারে মাঝখানে নির্মিত হবে নতুন ফোর লেনের ব্রিজটি। আগামী দুই বছর অর্থাৎ ২০২৭ সালের মধ্যেই এই নতুন দুটি ব্রিজ নির্মাণ শেষ হয়ে যাবে বলে আশাবাদী দায়িত্বপ্রাপ্ত ইঞ্জিনিয়ার থেকে জেলাপ্রশাসনের আধিকারিকরা।