ATM থেকে টাকা তোলার চার্জে ফের বদল, আগস্ট থেকে লাগু নয়া নিয়ম

নিজস্ব প্রতিবেদন : বর্তমান ডিজিটাল যুগে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বড় সংখ্যার মানুষ ডিজিটাল লেনদেন ব্যবহার করছেন। তবে এই ডিজিটাল লেনদেন ব্যবহার করা হলেও নগদের ব্যবহার অথবা নগদের গুরুত্ব কমেনি। যদিও নগদ পাওয়ার ক্ষেত্রে কিছুটা পরিবর্তন ঘটেছে।

আগে যেমন সাধারণ মানুষদের নগদ হাতে পেতে ব্যাংকের শাখায় দৌড়াতে হতো, এখন সেই জায়গায় অধিকাংশ মানুষ নগদ টাকা হাতে পান এটিএম কাউন্টার থেকে। যে কারণে এটিএম কাউন্টারের ব্যবহার দিন দিন বাড়ছে এবং এই এটিএম কাউন্টার মানুষের জীবনের সঙ্গে অপরিহার্য দাঁড়াচ্ছে। এবার এই এটিএম কাউন্টার থেকে মেশিন মারফত টাকা তোলার ক্ষেত্রে নতুন নিয়ম জারি হচ্ছে। আগস্ট মাসের ১ তারিখ থেকেই জারি হবে এই নতুন নিয়ম।

গ্রাহকদের কাছে কি ধরনের ডেবিট কার্ড রয়েছে তার ওপর নির্ভর করে তিনি কতবার বিনামূল্যে ট্রানজেকশন করতে পারবেন। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে গত বছর জুন মাসে জানানো হয়েছিল, বিনামূল্যে ট্রানজেকশন করার যে সীমা রয়েছে তা পার করার পর গ্রাহকদের এটিএম কাউন্টার থেকে টাকা তোলার জন্য ২১ টাকা করে চার্জ দিতে হবে।

চলতি বছর এই নিয়ম অধিকাংশ ব্যাংক জানুয়ারী মাসের ১ তারিখ থেকে চালু করে। এই নিয়ম চালু হওয়ার আগে পর্যন্ত বিনামূল্যে ট্রানজেকশন পার করলে গ্রাহকদের প্রতি ট্রানজেকশনে ২০ টাকা করে দিতে হতো। অর্থাৎ জানুয়ারি মাস থেকে যে নিয়ম কার্যকর হয় তাতে গ্রাহকদের আগের তুলনায় ১ টাকা বেশি খরচ করতে হতো।

তবে আগস্ট মাসের ১ তারিখ থেকে যে নিয়ম জারি হতে চলেছে তাতে এবার থেকে বিনামূল্যে ট্রানজেকশন পার করার পর গ্রাহকদের প্রতি আর্থিক ট্রানজেকশনে ১৭ টাকা করে দিতে হবে। আর্থিক লেনদেন ছাড়া অন্য কোন পরিষেবা বহন করা হলে গ্রাহকদের প্রতি ট্রানজেকশনে দিতে হবে ৬ টাকা করে। অন্যান্য পরিষেবা বলতে ব্যালেন্স চেক করা, টাকা ডিপোজিট করা, পিন নম্বর পরিবর্তনের মতো ইত্যাদি। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে এই নির্দেশিকা জারি করা হলেও এখনো পর্যন্ত কোন কোন ব্যাংক তা চালু করল তা অবশ্য স্পষ্ট নয়।