লেগিংস খুলে নেওয়া বোলপুরের স্কুলে ফের নতুন বিতর্ক

অমরনাথ দত্ত : বোলপুরের বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পোশাক বিতর্কের পর আবার নতুন বিতর্ক। পড়ুয়াদের পোশাক খুলে নেওয়ার প্রতিবাদ করেছিলেন যে সমস্ত অভিভাবকরা তাদের এবার সরাসরি হুমকি দেওয়ার অভিযোগ উঠলো মকরমপুরের সেন্ট টেরেসা স্কুলের প্রিন্সিপালের বিরুদ্ধে।

অভিভাবকদের আশঙ্কা, তাদের শিশুদের সঙ্গে কোনো খারাপ আচরণ করতে পারে স্কুল কর্তৃপক্ষ। তার পরিপ্রেক্ষিতে অভিভাবকরা শান্তিনিকেতন থানায় বিষয়টি নিয়ে পুনরায় অভিযোগ জানাতে যান। অন্যদিকে স্কুলের বাইরে সাংবাদিকদের বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের দাবী সাংবাদিকদের জন্য শিশুরা মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে পড়ছে।

প্রসঙ্গত, গত শনিবারের এই ঘটনা সংবাদমাধ্যমে প্রচারিত হওয়ার পর মঙ্গলবার রাজ্যের শিক্ষা দপ্তর পর্যন্ত গড়ায়। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে শিক্ষা দফতরের কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট চেয়ে পাঠান। বুধবার বীরভূম জেলা শাসকের নির্দেশে তিন সদস্যের প্রতিনিধি দল ওই স্কুলে পৌঁছায়। তারা স্কুলের শিক্ষক শিক্ষিকা ও বিক্ষুব্ধ অভিভাবকদের সাথে কথা বলেন। সব কিছু শোনার পর একটি রিপোর্ট তৈরি করে তারা জেলাশাসককে জমা দেন। জেলাশাসক সেই রিপোর্ট গতকাল রাজ্য শিক্ষা দফতরকে পাঠিয়ে দেয় বলে জানা গিয়েছে।