নিজস্ব প্রতিবেদন : বাঙালি হোক অথবা অবাঙালি পর্যটক, যাদের কাছে ঘুরতে যাওয়ার জন্য অন্যতম জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র হল সুন্দরবন (Sundarbans)। শীতের মরশুম থেকে শুরু করে প্রায় সারা বছরই সুন্দরবনের পর্যটকরা ঘুরতে আসেন। কেবলমাত্র প্রতিকূল পরিস্থিতির সময় পর্যটকদের সুন্দরবনে ঘুরতে যাওয়া বারণ থাকে। অন্যদিকে এখন যারা সুন্দরবন ঘুরতে যাবেন ভাবছেন তাদের ঘুরতে গিয়ে ভুলেও কিছু কাজ করলে হবে না। প্রশাসনের তরফ থেকে নতুন নিয়ম (Sundarbans New Rules) জারি করার পর সেই কাজ করলেই খেতে হবে বাজে কেস।
শীতের দিনে লঞ্চে চড়ে গায়ের রোদ মেখে সুন্দরবনের বিভিন্ন জায়গা ঘুরে দেখার জন্য পর্যটকদের মধ্যে চাহিদার কমতি থাকে না। কিন্তু ঘুরতে আসা পর্যটকদের কিছু কাজকর্ম প্রকৃতির ক্ষতি করছে। প্রকৃতির এমন ক্ষতি ঠেকানোর জন্য সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের তরফ থেকে জানুয়ারি মাসের শেষের দিকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যে নির্দেশিকা মেনে চলতে হবে প্রতিটি পর্যটক থেকে শুরু করে লঞ্চ, হোটেল কর্তৃপক্ষকে।
আসলে লক্ষ্য করলে দেখা যাবে, সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকরা নিজেদের সঙ্গে আনা বিভিন্ন ধরনের খাবারের প্লাস্টিক প্যাকেট, প্লাস্টিক দ্রব্য ফেলে দেওয়া হচ্ছে নদীর জলে। জোয়ারের সময় সেই সকল প্লাস্টিকের প্যাকেট এবং দ্রব্য ভেসে চলে যাচ্ছে নদীর পাড়ে। আর ভাটার সময় সেই সকল আবর্জনা পড়ে থাকছে নদীর পাড়গুলিতে। এছাড়াও বিভিন্ন সময় নদীর জলে পানীয় জলের প্লাস্টিক বোতল ভাসতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন ? Digha Hotel Booking New Rules: বদলে গেল দিঘায় হোটেল বুকিংয়ের নিয়ম, না মানলে খাবেন নোংরা কেস
বিনোদন, ফুর্তি করতে এসে পর্যটকদের একাংশ রীতিমত সুন্দরবনের স্বাভাবিক ইকোসিস্টেম নষ্ট করছেন। বারবার এই বিষয়গুলি নিয়ে সতর্ক করা হলেও পর্যটকদের একাংশ কোনভাবেই তা কানে দিচ্ছেন না। দুদিনের জন্য সুন্দরবন ঘুরতে এসে রীতিমত অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে দিচ্ছেন প্রকৃতির সাজানো-গোছানো জায়গায়। এরই পরিপ্রেক্ষিতে এবার কড়া ব্যবস্থা গ্রহণের নির্দেশিকা জারি করা হলো।
নির্দেশিকায় বলা হয়েছে, সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় প্লাস্টিকের ক্যারিব্যাগ, বোতল, প্লেট, চামচ ইত্যাদি কোন কিছুই ব্যবহার করা যাবে না। কেননা এসব ব্যবহার করলেই তাদের আবর্জনা কোথাও না কোথাও জমা হবে। এরই পরিপ্রেক্ষিতে এই নির্দেশিকা জারি করা হয়েছে এবং তা ইতিমধ্যেই পাঠানো হয়েছে সমস্ত লঞ্চ, ভুটভুটি, হোটেল, লজ কর্তৃপক্ষকে। যদি এই নির্দেশিকা মানা না হয় তাহলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।