Andal to Chennai Flight: এবার আরও কম খরচে অন্ডাল থেকে চেন্নাই! এই দিন থেকে পরিষেবা চালু করছে ইন্ডিগো

নিজস্ব প্রতিবেদন : দক্ষিণবঙ্গের বহু মানুষ রয়েছেন যারা অন্ডাল বিমানবন্দর থেকে চেন্নাই যাতায়াত করে থাকেন। পশ্চিম বর্ধমানের অন্ডাল বিমানবন্দর থেকে যে সকল যাত্রীরা বিমানে (Andal to Chennai Flight) যাতায়াত করে থাকেন তাদের জন্য এবার একটি সুখবর। কেননা এবার সস্তায় চালু হতে চলেছে বিমান পরিষেবা।

সস্তার বিমান পরিষেবা হিসাবে দীর্ঘদিন ধরেই পরিচিতি রয়েছে ইন্ডিগো এয়ারলাইন্সের। এবার তাদের তরফ থেকেই অন্ডাল বিমানবন্দর থেকে সোজা চেন্নাই বিমানবন্দর পর্যন্ত বিমান পরিষেবা চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শুক্রবার ওই বিমান সংস্থার তরফ থেকে এমন ঘোষণা করা হয়েছে। আর এই ঘোষণায় রীতিমতো খুশির হাওয়া ইন্ডিগোর বিমান যাত্রীদের মধ্যে।

ইন্ডিগো এয়ারলাইন্সের তরফ থেকে প্রতি সপ্তাহের তিন দিন তামিলনাড়ুর চেন্নাই থেকে পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানের অন্ডাল পর্যন্ত সরাসরি বিমান পরিষেবা দেওয়া হবে। সরাসরি বিমান পরিষেবার ফলে যেমন একদিকে সময় কম লাগবে, ঠিক সেই রকমই আবার যাত্রীদের খরচও কম হবে। নতুন যে ফ্লাইট সপ্তাহে তিন দিন পরিষেবা দেবে সেই তিন দিন হল মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার। এর পাশাপাশি নতুন করে এই তিন দিন বিমান পরিষেবা পাওয়ার ফলে টিকিট নিয়ে সমস্যায় পড়তে হবে না যাত্রীদের।

আরও পড়ুন 👉 Andal-Sainthia Railway Bypass: তৈরি হচ্ছে নতুন বাইপাস, অন্ডাল-সাঁইথিয়া রুটের জন্য সুখবর

আগামী ১৬ মে থেকে নতুন পরিষেবার বিষয়ে যা জানা যাচ্ছে তাতে সপ্তাহের তিন দিন তামিলনাড়ুর চেন্নাই থেকে ভোর ৫:৪৫ মিনিটে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবে বিমান। বিমানটি সকাল ৮:২৫ মিনিটে অন্ডাল বিমানবন্দরে এসে পৌঁছাবে। অন্যদিকে অন্ডাল থেকে সকাল ৮:৫৫ মিনিটে চেন্নাইয়ের উদ্দেশ্যে বিমানটি রওনা দেবে এবং সেটি চেন্নাই পৌঁছাবে সকাল ১১ঃ২৫ মিনিটে।

অন্ডাল বিমানবন্দর এখন ধীরে ধীরে বেশ খ্যাতি লাভ করতে শুরু করেছে এবং দেশের বিভিন্ন প্রান্তে এই বিমানবন্দর থেকে বিমান পরিষেবা দেওয়া হয়ে থাকে। ইন্ডিগো এয়ারলাইন্সের বিমান চেন্নাই ছাড়াও দিল্লি, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ সহ অন্যান্য মেট্রো শহরগুলিতে সপ্তাহে ২৮টি পরিষেবা দিয়ে থাকে। এই বিমানবন্দরটির ফলে এখন রাজ্যের বহু বাসিন্দা রয়েছেন যাদের কলকাতা না গিয়েই অন্ডাল থেকে বিমানে চড়ে বিভিন্ন জায়গা পৌঁছে যেতে পারেন।