Solar Powered Generator: লোডশেডিংয়ে চিন্তার দিন শেষ! এসে গেল জ্বালানি ছাড়া জেনারেটর, দেখে নিন দাম ও ফিচার

নিজস্ব প্রতিবেদন : প্রযুক্তিগত দিক দিয়ে দিন দিন সবকিছুই উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে উন্নতির পাশাপাশি এখন বিদ্যুৎ অথবা জ্বালানি ব্যবহার না করেই যাতে যন্ত্রপাতি চালানো যায় তার জন্য নানান ধরনের আবিষ্কার সামনে আসছে। ঠিক সেই রকমই লোডশেডিংয়ের সময় আলো জ্বালানো থেকে শুরু করে বিভিন্ন কাজকর্মের জন্য এসে গেল নতুন ধরনের একটি জেনারেটর (Generator)। যাতে না লাগবে কোন পেট্রোল, ডিজেল অথবা কেরোসিনের মত জ্বালানি, না প্রয়োজন হবে আগে থেকে ইনভার্টারের মতো বিদ্যুৎ খরচ করে চার্জ করে রাখার।

বিষয়টি খুবই কৌতুহলপূর্ণ। আসলে এই যে জেনারেটরের কথা আমরা বলছি সেটি সূর্যরশ্মি থেকে শক্তি সঞ্চয় করে চলা সোলার পাওয়ার্ড জেনারেটর (Solar Power Generator)। সোলার সিস্টেমের মাধ্যমে এই জেনারেটর বা ইনভার্টার চললেও এর দাম খুব বেশি নয়। ওজনও বেশি নয়, আবার খুব বেশি জায়গা দখল করেও থাকবে না। খুবই সুন্দর দেখতে এবং লোডশেডিংয়ের সময় ব্যাপক কাজের এমন জেনারেটর।

বাজারে ব্যাপক জনপ্রিয়তা লাভ করা এমন সোলার জেনারেটর হল সার্ভাদ পোর্টেবল সোলার জেনারেটার (SARRVAD Portable Solar Power Generator)। অনলাইনে amazon সহ বিভিন্ন বিপণনী সংস্থা এই ধরনের জেনারেটর সরবরাহ করে থাকে। খোলা বাজারে খোঁজ রাখলেও এই ধরনের জেনারেটরের খুঁজে পাওয়া যাবে। অন্যদিকে এই ধরনের জেনারেটরের শক্তির উপর নির্ভর করে তার দাম হয়ে থাকে।

আরও পড়ুন 👉 Patanjali Solar Panel: বিদ্যুৎ খরচের চিন্তা শেষ! এবার পতঞ্জলি সোলার প্যানেলে ১ টাকায় মিলবে ১ ইউনিট বিদ্যুৎ

এই ধরনের জেনারেটর ১৭ হাজার টাকার কিছু বেশি খরচ করলেই পাওয়া যায়। তবে শক্তির ভিত্তিতে এর দাম লক্ষ টাকারও বেশি রয়েছে। সবচেয়ে কম দামি যে সোলার পাওয়ার্ড জেনারেটর রয়েছে তাতে ৪২ হাজার এমএইচ-এর ব্যাটারি দেওয়া হয়েছে। এটি ১৫০ ওয়াটের। কারেন্ট না থাকলে অর্থাৎ লোডশেডিং থাকা অবস্থায় এই ধরনের জেনারেটর ব্যবহার করে স্মার্টফোন চার্জ থেকে শুরু করে মিনি ফ্যান, আলো, টিভি ইত্যাদি চালানো এবং জ্বালানো যাবে।

নতুন ধরনের এই সোলার পাওয়ার্ড জেনারেটরটির ওজন মাত্র ১.৮ কেজি। যে কারণে এটি বিভিন্ন জায়গায় বহন করে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও কোনো অসুবিধা হয় না। আরও একটি বিষয় হল, জরুরী কাজে এই জেনারেটর ব্যবহার করার পাশাপাশি চাইলে বিনোদনের কাজেও এটি ব্যবহার করা যেতে পারে। কেননা এতে একটি স্পিকার লাগানো রয়েছে, যার মাধ্যমে ছোটখাটো পার্টি অথবা ঘরের ছোটখাটো কোন অনুষ্ঠানে গান বাজানো যেতে পারে।