CMJAY Facilities: স্বাস্থ্য সাথীকে বলে বলে গোল দেবে এই প্রকল্প! চালু করল এই ছোট্ট রাজ্য

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের প্রতিটি পরিবার যাতে স্বাস্থ্য পরিষেবার আওতায় আসে তার জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) প্রকল্প। এই প্রকল্প প্রথম দিকে সর্বজনীন না থাকলেও পরবর্তীতে এখন তা সর্বজনীন এবং রাজ্যের প্রতিটি মানুষ এই প্রকল্পের সুবিধা পান।

তবে এবার এই প্রকল্পকে বলে বলে গোল দেওয়ার মতো একটি প্রকল্প লঞ্চ করে দিল বাংলারই পড়শী রাজ্য ত্রিপুরা (Tripura)। ছোট রাজ্য হয়েও এই রাজ্য সরকারের তরফ থেকে যে স্বাস্থ্য প্রকল্প চালু করা হয়েছে তার মাধ্যমে রাজ্যের বাসিন্দারা অনেক বেশি সুবিধা পাবেন। ত্রিপুরা সরকারের তরফ থেকে নতুন যে প্রকল্প চালু করা হয়েছে তার নাম সিএম জন আরোগ্য যোজনা (CMJAY)।

স্বাস্থ্য সাথী ও সিএম জন আরোগ্য যোজনার মিল ও অমিল: কেন্দ্র সরকারের তরফ থেকে যেমন আয়ুষ্মান ভারত প্রকল্পের মাধ্যমে দেশের প্রতিটি নাগরিকদের বছরে পাঁচ লক্ষ টাকা করে স্বাস্থ্য পরিষেবার জন্য দেওয়া হয়, ঠিক সেই রকমই স্বাস্থ্য সাথী এবং সিএম জন আরোগ্য যোজনা প্রকল্পেও দেওয়া হবে। তবে স্বাস্থ্য সাথীর তুলনায় সিএম জন আরোগ্য যোজনায় আরও কিছু ক্ষেত্রে বেশি সুবিধা পাবেন ত্রিপুরার বাসিন্দারা।

আরও পড়ুন 👉 Swasthya Sathi: ভিন রাজ্যের যেকোনো হাসপাতালে মিলবে স্বাস্থ্য সাথী পরিষেবা, তবে সবার জন্য নয়

ত্রিপুরা সরকারের তরফ থেকে এই প্রকল্পের আওতায় সমস্ত আয়ের পরিবারগুলিকে নতুন এই প্রকল্পের সুবিধা দেওয়ার ঘোষণা করা হয়েছে। এমনকি চাকুরীজীবীরাও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। এই প্রকল্পের আওতায় সমস্ত বিষয় হবে নগদবিহীন। এছাড়াও এই প্রকল্পের আওতায় রোগীরা বিনামূল্যে ওষুধ পাবেন। হাসপাতাল থেকে ছুটি পাওয়ার ১৫ দিন পর্যন্ত বিনামূল্যে ওষুধ দেওয়া হবে।

ত্রিপুরা সরকারের তরফ থেকে তাদের নতুন এই প্রকল্পে দেশের ২৬,০০০ হাসপাতালকে যুক্ত করা হচ্ছে। অর্থাৎ এই প্রকল্পের আওতায় ত্রিপুরা ছাড়াও দেশের অন্যান্য হাসপাতালেও সুবিধা পাওয়া যাবে। স্বাস্থ্য সাথী প্রকল্পে মূলত রাজ্যের হাসপাতালগুলিতেই সুবিধা পাওয়া যায়। যদিও সম্প্রতি পরিযায়ী শ্রমিকদের জন্য ভিন রাজ্যে যাতে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা দেওয়া যায় সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।