৯টায় আসতে হবে অফিসে, নাহলে..! কড়া নিয়ম জারি করল রেল

নিজস্ব প্রতিবেদন : রেল পরিষেবা হলো ভারতীয় নাগরিকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পরিষেবা। এই পরিষেবার ওপর ভর করে প্রতিদিন দেশের হাফ কোটির বেশি মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করে থাকেন। রেলের এই ব্যাপক চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় রেলকে (Indian Railways) গণপরিবহনের লাইফ লাইন বলা হয়।

যে পরিষেবার ওপর দেশের লক্ষ লক্ষ মানুষ নির্ভরশীল সেই পরিষেবা অনেক বেশি সুরক্ষিত হওয়া উচিত। ঠিক সেই রকমই আবার ব্যাপক নির্ভরশীল পরিষেবায় থাকা দরকার স্বাচ্ছন্দ। এসবের জন্য ভারতীয় রেল অনবরত কাজ করলেও সাম্প্রতিককালে ঘটে যাওয়া করমন্ডল দুর্ঘটনার পর কর্মীদের কাজ নিয়ে উঠছে নানান প্রশ্ন। এসবের পরিপ্রেক্ষিতেই এবার রেলের তরফ থেকে কড়া নিয়ম জারি করা হলো।

রেলের বিপুলসংখ্যক কর্মীদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে সঠিক সময়ে কাজে না আসা। কর্মীরা ছাড়াও অফিসারদের বিরুদ্ধেও এমন অভিযোগ রয়েছে। বহু ক্ষেত্রেই দেখা যায় সকাল ন’টায় কারো দেখা মেলে না, আবার নির্ধারিত সময়ে ছুটি হওয়ার আগেই অনেকে বেরিয়ে যান। এসবের পরিপ্রেক্ষিতেই এবার জানানো হয়েছে সকাল ন’টাতেই অফিসে আসতে হবে আর নির্ধারিত ছুটির সময়েই অফিস থেকে বের হতে হবে।

যদি কোন কর্মী এমন নিয়ম না মানেন সেক্ষেত্রে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। কড়া পদক্ষেপ হিসাবে প্রথমেই তার কাজ অর্ধ দিবস হিসাবে বিবেচিত হবে। পাশাপাশি রেলের তরফ থেকে জানানো হয়েছে, এমন ঘটনা যদি বারবার ঘটে থাকে তাহলে ওই রেল কর্মী বা অফিসারের বিরুদ্ধে আলাদাভাবে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।

ভারতীয় রেলের অধীনে দেশজুড়ে যে সকল অফিস রয়েছে সেই সকল অফিসে কাজে আসার সময় হল সকাল ন’টা এবং ছুটির সময় হলো বিকাল সাড়ে পাঁচটা। মাঝে ১টা থেকে ১:৩০ পর্যন্ত রয়েছে টিফিন ব্রেক। নতুন নিয়ম অনুসারে ঠিক সকাল ন’টায় অফিসে আসতে হবে আর ঠিক বিকাল সাড়ে পাঁচটায় অফিস থেকে বের হতে হবে। আর তা না হলে কাটা যাবে অর্ধেক ক্যাজুয়াল লিভ বা সিএল। মাসে দু’দিন দেরি করা যেতে পারে, কিন্তু তার থেকে বেশি হলেই শিরে সংক্রান্তি।