স্বাস্থ্যসাথীতে বদল, এই নিয়ম না মানলে এক নিমেষে হতে পারে পরিষেবা ব্লক

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের বাসিন্দাদের বিনামূল্যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য চালু করেছে স্বাস্থ্য সাথী প্রকল্প (Swasthya Sathi)। এই প্রকল্পের আওতায় ইতিমধ্যেই রাজ্যের কোটি কোটি মানুষ উপকৃত হচ্ছেন। তবে এর সঙ্গে সঙ্গেই এই প্রকল্পে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে। আর তা নিয়েই এবার নড়েচড়ে বসলো স্বাস্থ্য দপ্তর (WB Health Department)।

স্বাস্থ্য সাথী নিয়ে নড়েচড়ে বসার পর এবার এই প্রকল্পে যে সকল দুর্নীতির অভিযোগ উঠছে সেই সকল দুর্নীতি দমনে এবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে যা পদক্ষেপ নেওয়া হয়েছে তাতে নতুন নিয়ম না মানলেই ব্লক করা হতে পারে পরিষেবা। নিয়মে ঠিক কি কি পরিবর্তন আনা হয়েছে এবং সব পক্ষকেই কি কি নিয়ম মেনে চলতে হবে চলুন দেখে নেওয়া যাক।

জানানো হয়েছে, এক বছরে কোন বেসরকারি হাসপাতাল অথবা নার্সিংহোমে ১০ বার স্বাস্থ্যসাথী সংক্রান্ত অনিয়ম ধরা পড়লেই সেই স্বাস্থ্য কেন্দ্রের জন্য স্বয়ংক্রিয়ভাবে ব্লক হয়ে যাবে স্বাস্থ্যসাথী পরিষেবা। অর্থাৎ ওই জায়গায় আর কোনরকম স্বাস্থ্যসাথী পরিষেবা পাওয়া যাবে না। শুধু স্বাস্থ্য কেন্দ্রের জন্য নয়, একইভাবে চিকিৎসকদের ক্ষেত্রেও হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, বারবার অনিয়ম ধরা পড়লে ওই চিকিৎসক আর স্বাস্থ্যসাথী রোগীর চিকিৎসা করতে পারবেন না।

মূলত এমন পদক্ষেপ নেওয়া হয়েছে, একশ্রেণীর বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোম ভুয়ো এবং অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্প থেকে দেদার টাকা নিচ্ছে। এই ধরনের বেআইনি কাজকর্ম ঠেকানোর জন্যই এমন পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে আরও তিন ধরনের ত্রুটি বা অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে।

গুরুতর ত্রুটির ক্ষেত্রে লাল, এক্ষেত্রে আসল খরচ বিকৃত করে মনগড়া খরচ দেখানো, চিকিৎসা করানো অথবা ভর্তির দিন বদল করা রাখা হয়েছে। এই ধরনের ত্রুটি ধরা পড়লে ওই নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালকে সাত দিনের মধ্যে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিতে হবে।

একই রকম ভাবে হলুদ এবং সবুজ আরও দুই ধরনের ক্যাটাগরি রাখা হয়েছে। এই দুই ক্যাটাগরি তুলনামূলক কম ত্রুটি ধরা পড়লে। এই ধরনের ত্রুটি ধরা পড়লেও প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে ফেরত দিতে হবে। আর একই অনিয়ম বছরে ১০ বার ধরা পড়লে ব্লক করে দেওয়া হবে স্বাস্থ্য সাথী পরিষেবা।