রেল অবরোধ করে আন্দোলন করলে এবার বড়সড় ব্যবস্থা নেবে রেল কর্তৃপক্ষ!

নিশ্চিন্তে আর করা যাবে না ‘রেল রোকো’ আন্দোলন। ট্রেন চলাচলে বাধা সৃষ্টি করলে এবার কঠিন শাস্তির মুখে পড়তে হবে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR) জানিয়েছে, এখন থেকে রেলপথে যেকোনো ধরনের আন্দোলন বা বিক্ষোভের ঘটনায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং ক্ষতিপূরণ আদায় করা হবে।

রেলপথে চলাফেরা নির্বিঘ্ন রাখতে এই যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ। এনএফআর মূলত উত্তর-পূর্ব ভারত, পশ্চিমবঙ্গের সাতটি জেলা এবং উত্তর বিহারের পাঁচটি জেলায় পরিষেবা দিয়ে থাকে। বিগত কয়েক বছরে কৃষক আন্দোলন সহ নানা কারণে একাধিকবার ‘রেল রোকো’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। এর ফলে ট্রেন বাতিল, দেরি এবং সাধারণ যাত্রীদের ভোগান্তি নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছিল।

আরও পড়ুন: First Aadhaar Holder : কি অসহায় ! দেশের প্রথম আধার কার্ডধারী রঞ্জনার করুণ দশা

এবার আর তা হবে না। এনএফআর জানিয়েছে, রেল চলাচল ব্যাহত হলে দায়ীদের বিরুদ্ধে দেওয়ানি মামলা করে আর্থিক ক্ষতিপূরণ আদায় করা হবে। একইসঙ্গে রেলওয়ে সুরক্ষা বাহিনী (RPF) রেলওয়ে আইনের আওতায় ফৌজদারি মামলা দায়ের করবে। এর মাধ্যমে কড়া আইনি ব্যবস্থার পথে হাঁটবে রেল।

ইতিমধ্যে আলিপুরদুয়ার ও মালদার দেওয়ানি আদালতে দুটি মামলা করা হয়েছে, যেখানে মোট ৫.৯৪ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। এনএফআর জানিয়েছে, এই নতুন কৌশলের ফলে ইতিমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে।

নির্ধারিত চারটি রেল অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, উত্তর-পূর্ব সীমান্ত রেল, ভারতীয় রেলের নীতির সাথে সামঞ্জস্য রেখে, যাত্রী নিরাপত্তা, ট্রেনের সময়ানুবর্তিতা এবং জনসাধারণের স্বার্থ রক্ষায় নিরবচ্ছিন্ন পরিষেবা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ।