পুজোয় থাকুন নিশ্চিন্তে, বৃষ্টি নিয়ে খুশির খবর শোনালো হাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক ধরেই দুর্গা পুজোয় বৃষ্টি নিয়ে অশনিসঙ্কেতের পূর্বাভাস মিলছিল হাওয়া অফিসের তরফ থেকে। তবে মহাষষ্ঠীর দিন বৃষ্টি নিয়ে খুশির খবর দেওয়া হল। এখনি যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল তা আপাতত হচ্ছে না, এমনই বার্তা হাওয়া অফিসের। যে কারণে দশমী পর্যন্ত তেমন কোন বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানানো হচ্ছে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর আন্দামান সাগরে আপাতত আরও দুটি ঘূর্ণাবর্ত থাকছে। যে কারণে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস থাকলেও তেমন কোন বৃষ্টির লক্ষণ নেই। অর্থাৎ প্রবল বৃষ্টির যে আশঙ্কা করা হচ্ছিল তা আপাতত নেই। তবে পুজোর পরেই ভারী বৃষ্টি শুরু হতে পারে। শনিবার থেকে বৃষ্টি বাড়বে এবং রবিবার ও সোমবার নিম্নচাপের কারণে প্রবল বৃষ্টির দেখা মিলতে পারে উপকূলের জেলাগুলিতে।

হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, ১০ অক্টোবর মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর আন্দামান সাগরে যে নিম্নচাপ তৈরি হওয়ার কথা বলা হয়েছিল সেই নিম্নচাপ তৈরি হবে আগামী বুধবার অর্থাৎ ১৩ অক্টোবর। এই নিম্নচাপটি ১৫ অক্টোবর উড়িষ্যা উপকূলে পৌঁছাবে। এর প্রভাবে মহাষ্টমীর দিন বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে মহানবমী এবং বিজয়া দশমীর দিনেও বিক্ষিপ্ত হবে এমন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দেখা মিলতে পারে। তবে তেমন প্রবল বৃষ্টির দেখা পুজোতে মিলবে না বলেই পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে যেসকল জেলাগুলিতে বৃষ্টির দেখা মিলতে পারে সেই জেলাগুলি হল কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুর। তবে শনিবার থেকেই পুনরায় দুর্যোগের আশঙ্কা রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে।

এই প্রসঙ্গে বলে রাখা ভালো, মহাষষ্ঠীর দিন থেকেই রাজ্য থেকে বিদায় নিতে শুরু করেছে বর্ষা। রাজ্যের অধিকাংশ জেলার আবহাওয়া অনুকূল থাকার দরুন আগামী দু-একদিনের মধ্যেই রাজ্য থেকে সম্পূর্ণভাবে বিদায় নেবে বর্ষা।