শেষ ২৪ ঘন্টায় নতুন কোনো করোনা পজিটিভ নেই ১০ রাজ্যে

নিজস্ব প্রতিবেদন : করোনা আবহে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধনের কথায় আশার আলো দেখছে দেশের কোটি কোটি মানুষ। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন দিল্লির মণ্ডোলি এলাকায় একটি কোভিড কেয়ার সেন্টার পরিদর্শনে আসেন। সেখানকার ব্যবস্থাপনা পরিদর্শনে এসে তিনি জানান, “শেষ ২৪ ঘন্টায় দেশের ১০ টি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন করে কোনো রকম সংক্রমণের খবর আসেনি। দেশের চারটি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চল এখনো করোনা মুক্ত রয়েছে।” পাশাপাশি তিনি এও জানান, “ইতিমধ্যেই কেন্দ্র সরকার রাজ্যগুলিকে ৭২ লক্ষ মাছ মাস্ক ও ২৬ লক্ষ পিপিই কিট পাঠিয়েছে।”

তবে তিনি এও জানান, “সারাদেশে ৪৩৬২ টি কোভিড কেয়ার সেন্টারে মৃদু ও অতিমৃদু উপসর্গ থাকা ৩,৪৬,৮৫৬ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”

রবিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক যে কোন সংক্রান্ত রিপোর্ট পেশ করেছে তা থেকে জানা গেছে দেশে এখনো পর্যন্ত ৬২,৯৩৯ জন করোনা সংক্রামিত। তবে এদের মধ্যে এখনো পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯,৩৫৮ জন। পাশাপাশি করোনা সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা পৌঁছে গেছে ২,১০৯ জনে।

অন্যদিকে গত শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছিলেন, “যেভাবে এখন দেশ এগিয়ে চলেছে সেই ভাবে এগোতে থাকলে কয়েক সপ্তাহের মধ্যেই করোনা যুদ্ধে দেশের জন্য সুখবর আসতে পারে। তবে আমি এমন ধারণাও করছি যে, আগামী কয়েক সপ্তাহের সংক্রামিত সংখ্যা বাড়লেও বাড়তে পারে। তবে এমন পরিস্থিতির মোকাবিলা করার জন্য আমরা তৈরি।”