‘বিজেপিকে ভোট দিলে উন্নয়ন নয়’, বিতর্কিত নিদান অনুব্রত মণ্ডলের

নিজস্ব প্রতিবেদন : ‘বিজেপিকে ভোট দিলে উন্নয়ন নয়’, তৃণমূলের কর্মী সভায় ফের একবার বিতর্কিত নিদান দিতে দেখা গেল বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। তবে এমন নিদান এই প্রথম নয়, এর আগেও একই রকম নিদান দিতে দেখা গিয়েছিল অনুব্রত বাবুকে। আর এবার নতুন করে এই নিদান দেওয়ার পর বীরভূম জেলা বিজেপির সভাপতি শ্যামাপদ মন্ডল তৃণমূলকে কটাক্ষ করে বললেন, ‘একুশের মে মাসের পর তৃণমূলকে আর কোথাও উন্নয়ন করতে হবে না।’

রবিবার বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের অন্তর্গত হরিপ্রসাদ হাইস্কুলে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের এই বুথ ভিত্তিক কর্মীসভার আয়োজন করা হয়। যে কর্মীসভায় ৮৮ নম্বর বুথের তৃণমূল কর্মী এলাকায় ভোটে পিছিয়ে থাকার কারণ হিসাবে জানান, “ওখানে তৃণমূলের তরফ থেকে অনেক উন্নয়ন করা হয়েছে, রাস্তাঘাট করে দেওয়া হয়েছে, পানীয় জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, সবকিছু করে দেওয়া হয়েছে। কিন্তু ভোট পাওয়া যায়নি।”

আর এই কথা শুনেই বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল মেজাজ হারিয়ে বলেন, “ওরা বিজেপিকে ভোট দেবে?”

উত্তরে ওই তৃণমূল কর্মী জানান, “বিজেপিকে ভোট দেবে।”

এর পরেই অনুব্রত মণ্ডল জিজ্ঞাসা করেন, “তাহলে বিজেপির কাছে উন্নয়ন চাইবে তো? তাহলে উন্নয়ন করেন না। মেম্বার তো আপনার। বন্ধ করে দিন উন্নয়ন। কি জন্য উন্নয়ন করছেন! কিছু নিক, কিছু দিক। কি দরকার উন্নয়ন করার।”

ওই তৃণমূল কর্মী জানান, “অনেক উন্নয়ন করা হয়েছে। কিছু উন্নয়ন করতে বাকি রাখা হয়নি।”

অনুব্রত মণ্ডল সঙ্গে সঙ্গে জানান, “ব্যাস বন্ধ করে দিন এবার। পুরো বন্ধ করে দিন। কিছু নিক, কিছু দিক।”

এর পাশাপাশি এদিন ওই কর্মীসভায় আরও এক তৃণমূল কর্মী এলাকার রাস্তাঘাট সম্পর্কিত অভাব অভিযোগ জানাতে গেলে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল ওই তৃণমূল কর্মীদের থামিয়ে দেন এবং বলেন, “যা অভাব অভিযোগ জানানোর লিখিতভাবে জানাতে হবে। এখানে কিছু বলা যাবে না। যা জানাবার লিখিতভাবে জানান।”

আর উন্নয়ন বন্ধ করে দেওয়ার এমন নিদানের পর বীরভূম জেলার বিজেপির সভাপতির শ্যামাপদ মন্ডল অনুব্রত মণ্ডলের মাথার ঠিক নেই বলে কটাক্ষ করে জানান, “অনুব্রত বাবুর মাথায় অক্সিজেন বেশি কম যাচ্ছে, যে কারণে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কথা বলছেন। তা উনি বলেছেন যে বুথে বিজেপি ভোট পেয়েছে সেই বুথে উন্নয়ন বন্ধ করে দিতে। তা আমি বলছি, ২০২১ সালের মে মাসের পর কোন তৃণমূল নেতাকে বাংলার কোন জায়গায় উন্নয়ন করতে হবে না। মানুষের ভালো দেখতে হবে না, মানুষের জন্য তাদের কাজ করতে হবে না। ২১ সালের মে মাস থেকে তাদের পাট বিদায় হবে। বিজেপি মানুষের উন্নয়ন করবে।”