কলকাতা ও পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ পরিবারের জন্য এখন সত্যিই খুশির খবর! উইলের প্রবেট (Will Probate) ছাড়া সম্পত্তি পাওয়ার যুগ শুরু হয়ে গেছে। আর ব্রিটিশ আমলের সেই পুরনো ঝামেলা নেই। হিন্দু, বৌদ্ধ, শিখ, জৈন ও পার্সি ধর্মাবলম্বীদের জন্য প্রবেট বাধ্যতামূলক নিয়মটা পুরোপুরি তুলে দেওয়া হয়েছে। এখন থেকে উইল দিয়ে সরাসরি সম্পত্তি দাবি করা যাবে – কোনো আদালতের ঝক্কি ছাড়াই!
কেন্দ্রীয় সরকারের Repealing and Amending Act, 2025 এই বড় পরিবর্তন এনেছে। ২০২৫ সালের ডিসেম্বরে সংসদে বিল পাস হয়, ২০ ডিসেম্বর রাষ্ট্রপতির সম্মতি পায় এবং জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হয়ে গেছে। এই আইনের মাধ্যমে Indian Succession Act, 1925-এর ২১৩ ধারা পুরোপুরি বাতিল করা হয়েছে। এই ধারা শুধু কলকাতা, মুম্বাই ও চেন্নাইয়ের মতো পুরনো প্রেসিডেন্সি শহরগুলোতে প্রযোজ্য ছিল। ফলে এই শহরগুলোতে উইল থাকলেও আদালতে গিয়ে প্রবেট (উইলের বৈধতা যাচাই) করতে হতো। এতে সময় যেত মাসের পর মাস, খরচ হতো ৫০ হাজার টাকা পর্যন্ত – আইনজীবীর ফি তো আলাদা!
নয়া নিয়মের ফলে কী কী সুবিধা হবে?
- আর মাসের পর মাস আদালতের চক্কর দেওয়ার দরকার নেই।
- প্রবেটের ফি, লয়ারের খরচ সব এড়ানো যাবে।
- পুরনো বাড়ি বা ফ্ল্যাট ভাগাভাগিতে পরিবারে ঝগড়া অনেক কমবে।
- মুসলিম ও খ্রিস্টানদের মতো এখন সবার জন্য একই নিয়ম। কোনো বৈষম্য নেই!
কলকাতার পুরনো দক্ষিণ কলকাতার জয়েন্ট ফ্যামিলি বা উত্তরের পৈতৃক বাড়ির কথা ভাবুন। আগে উইল থাকলেও প্রবেট না হলে ব্যাঙ্ক, মিউচুয়াল ফান্ড বা রেজিস্ট্রি অফিস কিছু দিত না। এখন সরাসরি উইল দেখিয়ে কাজ হবে। তবে বিবাদের সম্ভাবনা থাকলে ঐচ্ছিক প্রবেট নেওয়া এখনও বুদ্ধিমানের কাজ – এতে আইনি শক্তি বাড়ে।
তবে যারা নতুন করে উইল করছেন তাঁরা অবশ্যই উইল স্পষ্ট করে লিখুন, নোটারি করান। পরিবারে কোনো ঝামেলার আশঙ্কা থাকলে আইনজীবীর সঙ্গে কথা বলে নিন। এই নতুন আইন আপনার সম্পত্তিকে আরও সহজে, দ্রুত পরিবারের হাতে তুলে দিচ্ছে।
