দুটি অ্যাপ ইনস্টল করেই হয়ে যাবে গ্যাসের বায়োমেট্রিক আপডেট! দরকার নেই এজেন্সির কাছে ছোটাছুটির

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সম্প্রতি কেন্দ্র সরকারের তরফ থেকে দেশের প্রতিটি ভর্তুকিযুক্ত রান্নার গ্যাস (Cooking Gas) সিলিন্ডারের (LPG) সঙ্গে গ্রাহকের বায়োমেট্রিক আপডেট (Biometric Update) করার নির্দেশ দিয়েছে। এই নির্দেশ সরাসরি গ্রাহকদের কাছে না এলেও, যারা এজেন্ট রয়েছেন তাদের কাছে এই নির্দেশ পৌঁছেছে এবং সেই মোতাবেক তারা আপডেট করানোর কাজ শুরু করে দিয়েছে। সরকারের নির্দেশিকা অনুসারে যদি কোন গ্রাহক এই কাজটি না করান তাহলে তার ভর্তুকি বন্ধ হয়ে যাবে।

Advertisements

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে নির্দেশিকা দেওয়া হয়েছে সেই নির্দেশিকায় বলা হয়েছে, প্রতিটি গ্রাহককে নির্ধারিত করে দেওয়া এই কাজটি করতে হবে আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ সালের মধ্যে। সরকারের তরফ থেকে যে দিন নির্ধারণ করে দেওয়া হয়েছে সেই নির্দেশ অনুযায়ী হাতে আর বেশি দিন নেই বললেই চলে। যে কারণে গ্রাহকদের মধ্যেও শুরু হয়ে গিয়েছে তাড়াহুড়ো। গ্রাহকরা প্রতিদিন লাইন দিয়ে ভিড় জমাতে শুরু করেছেন এজেন্সির দোকানের সামনে।

Advertisements

বিভিন্ন জায়গা থেকে যেসব খবর পাওয়া যাচ্ছে তাতে গ্রাহকদের লাইন এতটাই দীর্ঘ হচ্ছে যে ঘন্টার পর ঘন্টা তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তবে জেনে রাখা দরকার, আপনি এইভাবে লাইনে না দাঁড়িয়েও পনায় আসে নিজের মোবাইল থেকেই বায়োমেট্রিক আপডেট করিয়ে নিতে পারবেন। আমরা আজকের এই প্রতিবেদনে যে পদ্ধতির কথা বলব সেটি হচ্ছে সঠিক পদ্ধতি। অন্যান্য বিভিন্ন জায়গায় বিভিন্ন পদ্ধতি কথা বলা হচ্ছে কিন্তু সেগুলি কোনটি সঠিক নয়। আমরা এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরছি Indane সংস্থার গ্রাহকসেবা প্রতিনিধির সঙ্গে কথা বলে।

Advertisements

আরও পড়ুন ? LPG Biometric Update: রান্নার গ্যাসে ভর্তুকি পেতে KYC বাধ্যতামূলক! কীভাবে করবেন এই জরুরি কাজ

নিজের মোবাইল থেকে বায়োমেট্রিক আপডেট করানোর জন্য দুটি অ্যাপ ইন্সটল করতে হবে। প্রথমটি হল IndianOil one অ্যাপ এবং দ্বিতীয়টি হল AadhaarFaceRD। অ্যাপ দুটি ইন্সটল করার সময় প্রথমেই দেখে নেবেন আমি সঠিক অ্যাপ ইন্সটল করছেন কিনা। এই দুটি অ্যাপ ইন্সটল করার পর IndianOil one অ্যাপে আপনাকে লগইন করতে হবে। যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে ভালো, আর না করা থাকলে একটি অ্যাকাউন্ট বানিয়ে নিতে হবে।

অ্যাপের মধ্যে লগইন করার পর অ্যাপের একদম উপরে থাকা তিনটি দাগে ক্লিক করতে হবে। এটি হল মেনু। এরপর সেখানেই দেখা যাবে My Profile নামে একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করার পর যে পাতাটি খুলবে সেটি নিচের দিকে স্ক্রল করে নামালে দেখতে পাবেন ReKYC নামে একটি অপশন রয়েছে। সেখানে ক্লিক করার পর যে শর্ত দেওয়া থাকবে তাতে টিক দিতে হবে এবং এরপর মোবাইলটি আপনার মুখের সামনে ধরতে হবে। যেভাবে আমরা সেলফি তুলি। সঠিকভাবে ধরার পর চোখের পাতা একবার বন্ধ করে খুলতে হবে। চোখের পাতা বন্ধ করে খুললেই নিজে থেকে ছবি উঠে যাবে এবং তা Indane সংস্থার সার্ভারে আপলোড হয়ে যাবে। পরে আপনি আপনার বায়োমেট্রিক আপডেট হলো কিনা তা দেখতে পারবেন ওই অ্যাপের মধ্যে ReKYC স্ট্যাটাস অপশন থেকে। এইভাবে আপনি কোথাও না দৌঁড়েই নিজের রান্নার গ্যাস কানেকশন এর সঙ্গে বায়োমেট্রিক আপডেট করিয়ে নিতে পারবেন।

Advertisements