Convenience Fees: আর দিতে হবে না বাড়তি চার্জ! এই সব অ্যাপ ব্যবহার করলেই মুক্তি

No need to pay Convenience Fees for phone recharge: মোবাইল ছাড়া বর্তমান যুগ একেবারে অচল। তবে মোবাইল থাকলে তা অবশ্যই রিচার্জ করতে হবে প্রতিমাসে। আজকাল আর কষ্ট করে দোকানে গিয়ে মোবাইল রিচার্জ করতে হয়না। যুগের সাথে তাল মিলিয়ে সাধারণ মানুষ বিভিন্ন অ্যাপের মাধ্যমে নিজেদের ফোন রিচার্জ করে সহজেই। জনপ্রিয় কিছু অ্যাপ যেমন পেটিএম, ফোনপে অ্যাপের ব্যবহার সবথেকে বেশি হয় এই কাজের জন্য। সম্প্রতি যেটা বড় সমস্যা সেটা হলো এই ধরনের অ্যাপগুলোতে রিচার্জের ক্ষেত্রে বাড়তি খরচ গুণতে হচ্ছে ব্যবহারকারীদের। আপনারা হয়তো জানেন না যে ৫০ টাকা অবধি কোনও ফি না নেওয়া হলেও বেশি রিচার্জ এর ক্ষেত্রে একটি নির্দিষ্ট কনভিনিয়েন্স ফি (Convenience Fees) চার্জ করা হচ্ছে গ্রাহকদের থেকে।

অনেকেই জানেন না যে মোবাইল রিচার্জের দাম ও কনভিনিয়েন্স ফি সহ অনেক বেশি টাকা গ্রাহকদের থেকে নেওয়া হয়। কিন্তু কিছু অ্যাপ আছে যাতে কনভিনিয়েন্স ফি লাগেনা, অর্থাৎ যেকোনও টেলিকম অপারেটরের মোবাইল রিচার্জ করতে পারবেন বিনা ফিতেই। আপনি যদি ৫০ টাকা থেকে ১০০ টাকার রিচার্জ করেন তাহলে ১ টাকা বাড়তি চার্জ দিতে হবে এবং অন্যদিকে ১০০ টাকার বেশি রিচার্জ হলে কনভিনিয়েন্স ফি (Convenience Fees) নেওয়া হচ্ছে ২ টাকা পেটিএম। ফোনপে থেকেও রিচার্জ করলে এই ফি দেখতে পাবেন। তাহলে এবার জেনে নিন কোন কোন অ্যাপে বিনা ফি দিয়ে জিও, এয়ারটেলের রিচার্জ করতে পারবেন আপনি।

প্রসঙ্গত উল্লেখ্য যে, অ্যামাজন পে কিন্তু বিল পেমেন্ট কিংবা রিচার্জ কোনও পেমেন্টেই কনভিনিয়েন্স (Convenience Fees) নিচ্ছে না। এই অনলাইন প্ল্যাটফর্মে সাধারণত অনলাইন শপিং করে থাকে। পাশাপাশি আপনি বিদ্যুতের বিল, মোবাইল রিচার্জ, DTH রিচার্জ, ক্রেডিট কার্ড বিল ইত্যাদি পেমেন্ট করতে পারবেন এর মাধ্যমে। আপনাকে কোনো বাড়তি টাকা দিতে হবেনা।

আরও পড়ুন 👉 Earn from Paytm: শুধু খরচ নয়! Paytm থেকে রয়েছে রোজগার করারও উপায়! রইল ৫ টিপস

আপনি যে টেলিকম সংস্থার সিম ব্যবহার করছেন সেখানে আপনি সুবিধা পাবেন অনেক। ধরুন আপনি যদি জিও সিম ব্যবহার করেন, তাহলে সেই সংস্থার অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিনা ফিতে (Convenience Fees) আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন। আপনি MyJio অ্যাপ থেকেও কিন্তু পেমেন্ট করতে পারবেন। অন্যদিকে এয়ারটেলের নির্দিষ্ট অ্যাপ রয়েছে। আপনি কোনও বাড়তি টাকা না দিয়েই মোবাইল রিচার্জ ও বিল পেমেন্ট করতে পারবেন।

বিভিন্ন ধরনের এই অ্যাপগুলি ক্রেডিট কার্ড এর বিল পেমেন্টের জন্য পরিচিত। আপনি মোবাইল রিচার্জ থেকে শুরু করে একাধিক পেমেন্ট এর অপশনের সুযোগ পাবেন। পাশাপাশি জিও, এয়ারটেল, ভোডাফোন এবং আইডিয়া রিচার্জে কোনও কনভিনিয়েন্স ফি আপনাকে খরচ করতে হবে না। অনলাইনের এইসব প্ল্যাটফর্ম থেকে ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন।