‘একবারের বেশি দুবার বাড়ি দিলে জেল খাটতে হবে’, কড়া হুঁশিয়ারি অনুব্রত মণ্ড

নিজস্ব সংবাদদাতা : বিজয়া সম্মেলন উপলক্ষে মহঃবাজারের কাপিস্টা পঞ্চায়েতের বলিহারপুর উচ্চ বিদ্যালয়ে রবিবার তৃণমূল কংগ্রেস সম্মেলনীর আয়োজন করে। এই সম্মেলনের মূল কেন্দ্রবিন্দু ছিলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল।

বিজয়া সম্মেলনী মঞ্চ থেকেই তিনি আজ স্থানীয় পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সদস্য ও দলের নেতৃত্বদের কড়া ভাষায় জানিয়ে দেন, “এলাকার কোন মানুষকে যদি একবারের বেশি দুবার বাড়ি দেওয়া হয় তাহলে সেই পঞ্চায়েত সদস্যকে জেল খাটানো হবে। একজন মানুষ একটি মাত্র বাড়ি পাবে। যদি দ্বিতীয় বারও তার নাম দেওয়া হয় বাড়ির জন্য তাহলে কাউকে ছেড়ে কথা বলবো না। যে মানুষ বাড়ি পাইনি তাকে বাড়ি দিন, তাতে সে যেই দল করুক না কেন। তৃণমূলের না হলেও সেই গরীব মানুষকে বাড়ি দিন।”

রামপুরহাট বিধানসভার ছটি পঞ্চায়েতের তৃণমূল কর্মীদের নিয়ে মূলত এই আলোচনা সভা। সভায় উপস্থিত ছিলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল ছাড়াও জেলার দুই সহ-সভাপতি অভিজিৎ সিনহা ও মলয় মুখোপাধ্যায়, মন্ত্রী আশীষ বন্দ্যোপাধ্যায়, সভাধিপতি বিকাশ রায়চৌধুরী, ব্লক সভাপতি তাপস সিনহা ও গৌতম মন্ডল সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ব সহ কর্মীরা।

সভায় কর্মীদের কড়া বার্তা দেওয়া ছাড়াও অনুব্রত মণ্ডল এনআরসি নিয়ে মোদি সরকারকে আক্রমণ করে বলেন, “মোদি সরকার আবার এনআরসি নিয়ে আসার কথা বলছেন। তিনি চেষ্টা করুক তাতে আমাদের কোন আপত্তি নেই। এনআরসি মোদি সরকারের বাবার সম্পত্তি। তিনি আনতেই পারেন। কিন্তু আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে পশ্চিমবাংলায় এনআরসি চালু করতে দেবো না। পশ্চিম বাংলায় এনআরসি চালু করা এত সহজ নয়। মোদী কেন! মোদির বাবা এলেও এখানে এনআরসি চালু হবে না। আপনারা তৃণমূলের সঙ্গে থাকুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকুন। আমি আপনাদের কথা দিচ্ছি পশ্চিম বাংলায় এনআরসি চালু হবে না।”

প্রসঙ্গত, আজকের এই বিজয়া সম্মেলনের সভা থেকে দশ মাস পর বহিষ্কৃত রামপুর অঞ্চলের অঞ্চল সভাপতি রাকেশ মণ্ডলকে দলে ফেরানো হলো।