ফিক্সড ডিপোজিটের নিয়মে বদল, দারুণ সুবিধা পাবেন PNB গ্রাহকরা

নিজস্ব প্রতিবেদন : দেশের অধিকাংশ মানুষ তাদের কষ্টার্জিত টাকা ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে রাখার তুলনায় ফিক্সড ডিপোজিট (Fixed Deposit) অ্যাকাউন্টে রাখতে ভালোবাসেন। কারণ সেভিংস অ্যাকাউন্টের তুলনায় স্থায়ী আমানত অর্থাৎ ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে রাখলে বেশি সুদ পাওয়া যায়। তবে ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টে টাকা রাখার ক্ষেত্রে ব্যাঙ্কের বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় আমানতকারীদের। এই সকল নিয়মের ক্ষেত্রে এবার পরিবর্তন আনল পঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB)

ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে যে সকল নিয়ম রয়েছে তার মধ্যে অন্যতম একটি নিয়ম হলো, যে সময়ের জন্য টাকা ফিক্সড ডিপোজিট করে রাখা হয় তার আগে তা তুলে নেওয়া হলে সুদ অনেক কম পাওয়া যায়। এটি একপ্রকার জরিমানা বলা যেতে পারে। কেননা ব্যাংকের তরফ থেকেও হিসাব করেই গ্রাহকদের নির্দিষ্ট সুদ দেওয়া হবে বলে জানানো হয়। কিন্তু তার আগেই টাকা তুলে নেওয়া হলে অসুবিধায় পড়তে হয় ব্যাঙ্ককেও।

এরকম ক্ষেত্রে এবার নিয়মে বদল আনল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের তরফ থেকে যে বদল আনা হয়েছে তাতে দেশের কোটি কোটি গ্রাহক উপকৃত হবেন। কারণ এই ব্যাংকটি এখন দেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যাংক। বিশেষ করে এই ব্যাংকের গ্রাহক সংখ্যা এক লাফে কয়েকগুণ বেড়ে গিয়েছে ব্যাংক সংযুক্তিকরণের ফলে।

সময়ের আগে ফিক্সড ডিপোজিট তুলে নেওয়ার ক্ষেত্রে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী পেনাল্টি হিসাবে ০.৫% থেকে ৩ শতাংশ টাকা পর্যন্ত কেটে নেওয়া হয়। বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে এই চার্জ আলাদা আলাদা হয়ে থাকে। পঞ্জাব ন্যাশনাল ব্যাংক এর আগে পর্যন্ত এই ধরনের ঘটনায় তাদের গ্রাহকদের থেকে ১ শতাংশ টাকা চার্জ হিসাবে নিয়ে থাকতো। কিন্তু এই নিয়মে পরিবর্তন এনে ব্যাংকের তরফ থেকে জানানো হয়েছে আর কোন চার্জ বা জরিমানা কাটা হবে না।

পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এই সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই উপকৃত হবেন বহু গ্রাহক। কারণ অনেকেই রয়েছেন যারা পরিকল্পনা করে দীর্ঘ মেয়াদী ক্ষেত্রে বিনিয়োগ করে থাকেন। কিন্তু আপদে বিপদে সেই পরিকল্পনা ভেস্তে যায় এবং নিরুপায় হয়ে তাদের ফিক্সড ডিপোজিটের টাকা তুলে নিতে হয়। এবার এই ধরনের ঘটনা ঘটলে আর জরিমানা বা চার্জ নেওয়া হবে না।