No River Nations: ভারত হল নদী মাতৃক দেশ। ভারতের বুকে ছড়িয়ে আছে ছোট বড় অসংখ্য নদী। নদীকে বলা হয় জীবন ধারা বা লাইফ লাইন। এমন প্রচুর ছোট নদী রয়েছে যা হাতে গুনে শেষ করা যাবে না। যেকোনো বড় নগরের বা শহরের পাশে নদী থাকা আবশ্যক। নদীগুলো জীবনের সকল প্রয়োজনের জল সরবরাহ করে।
রাজধানী দিল্লির যমুনা নদীর তীরে অবস্থিত। কিন্তু আমাদের পৃথিবীতেই এমন অনেক দেশ রয়েছে যেখানে দেশজুড়ে কোথাও একটাও নদীর অবস্থান নেই। তবে সেসব জায়গায়ও বসবাস আছে মানুষের। জনজীবনও স্বাভাবিক।
আরও পড়ুন: Best Electric Cycle: Jio ও TATA র ইলেকট্রিক সাইকেলে কি কি ফিচার আছে?
জানেন কি এই নদী হীন দেশের তালিকায় কে কে আছে? এই তালিকায় প্রথমেই রয়েছে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, বাহরাইন, মোনাকো, মাল্টা, জিবুতি এবং ভ্যাটিকান সিটি। এদের মধ্যে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান ও বাহরাইন-এ স্থায়ী নদী না থাকার কারণ এখানকার আবহাওয়া ও ভৌগলিক অবস্থান। ভ্যাটিকান সিটি এই নগর-রাজ্য ইতালি থেকে জল সরবরাহের উপর নির্ভর করে। তবে অর্থনৈতিক পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার দিক থেকে এই দেশগুলি অনেক উন্নত।
প্রাকৃতিক জলের অভাবজনিত কারণে সৌদি আরবে জলের জন্য প্রচুর অর্থ খরচ করতে হয় প্রশাসনকে। কারণ কোনো নদ নদী নেই। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, সৌদি আরব প্রতি বছর তার জিডিপির ২ শতাংশ জলের জন্য ব্যয় করে।