নিজস্ব প্রতিবেদন : পাহাড় প্রতিটি মানুষের ভ্রমণের অন্যতম স্বপ্ন। যে কারণে বছরের বিভিন্ন সময় পাহাড়ের টানে উত্তরবঙ্গে পাড়ি দিতে দেখা যায় সমতলের বাসিন্দাদের। দার্জিলিং, গ্যাংটক যেমন ভ্রমণপিপাসুদের আলাদাভাবে টানে ঠিক সেই রকমই টানে ডুয়ার্স।
এবার এই ডুয়ার্স ভ্রমনে আসছে আলাদা আমেজ। কারণ ভারতীয় রেলের তরফ থেকে ডুয়ার্সে একটি কোচ রেস্টুরেন্ট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই উত্তরবঙ্গের নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে তৈরি হয়েছে কোচ রেস্টুরেন্ট। এর পাশাপাশি আলিপুর রেলওয়ে জংশন ডিভিশনের আরও ৮টি স্টেশনে এই ধরনের কোচ রেস্টুরেন্ট চালু করার সিদ্ধান্ত নিয়েছে উত্তর পূর্ব সীমান্ত রেল।
এরই মধ্যে একটি কোচ রেস্টুরেন্ট তৈরি হতে চলেছে ডুয়ার্স রেল স্টেশনে। ডুয়ার্সের প্রতি পর্যটকদের আকর্ষণ আরও বৃদ্ধি করা এবং তাদের উন্নত পরিষেবা দেওয়ার জন্য এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এই কোচ রেস্টুরেন্টে খাওয়া-দাওয়ার ক্ষেত্রে আলাদা আমেজ এবং এখনো পর্যন্ত যে সকল জায়গায় চালু হয়েছে প্রতিটি জায়গাতেই সফলতার সঙ্গে তা চলছে বলে জানা যাচ্ছে।
নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশন ডুয়ার্স ছাড়াও আরও যে সকল স্টেশনগুলিতে এই ধরনের কোচ রেস্টুরেন্ট চালু হবে বলে জানা গিয়েছে সেগুলি হল নিউ আলিপুরদুয়ার, নিউ কোচবিহার, রাজাভাত খাওয়া, মাদারিহাট, নিউ মাল ও চালশা রেল স্টেশনে। এছাড়াও রয়েছে নিম্ন অসমের কোকরাঝার রেলস্টেশন।
ডুয়ার্সে এই কোচ রেস্টুরেন্ট তৈরি করার জন্য ইতিমধ্যেই দুটি এসি কোচ চলে এসেছে বলে জানা যাচ্ছে এবং সেগুলিকে রেস্টুরেন্ট রূপান্তরিত করার উপযোগী করা হচ্ছে। নতুন এই সকল কোচ রেস্টুরেন্ট চালু করার বিষয়ে আলিপুরদুয়ার জংশন রেল ডিভিশনের প্রবন্ধক দিলীপ কুমার সিং জানিয়েছেন, “আমরা ইতিমধ্যেই এলাকার ৮টি রেলস্টেশনে কোচ রেস্টুরেন্ট চালু করার অনুমতি পেয়ে গেছি। রেস্টুরেন্টগুলি চালুর সমস্ত আইনি প্রক্রিয়াও সম্পূর্ণ। ইতিমধ্যেই আমাদের কাছে রেস্টুরেন্টগুলির জন্য এসি কোচও এসে পৌঁছে গেছে। কোচগুলিকে রেস্টুরেন্টের উপযোগী করে তুলে আমরা বরাত পাওয়া সংস্থা বা আবেদনকারীর হাতে তুলে দেব।” রেলের তরফ থেকে আশা করা হচ্ছে আগামী বছর মার্চ মাসের মধ্যেই এই সকল কোচ রেস্টুরেন্ট চালু করা সম্ভব হবে।