কয়েক মিনিটেই উঠবে টাকা! এবার BHIM App দিয়ে PF এর টাকা তোলা চালুর পথে EPFO

BHIM App থেকে EPFO এর টাকা উত্তোলনের সুবিধা চালু হচ্ছে কর্মচারীদের জন্য। এপিএফও-র এই নতুন ব্যবস্থা গোটা দেশ তথা পশ্চিমবঙ্গের লক্ষ লক্ষ বেতনভোগীদের জীবন সহজ করবে। কলকাতা থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন জেলায় কর্মরতরা এখন সহজেই তাদের প্রভিডেন্ট ফান্ডের টাকা তুলতে পারবেন। এই পদ্ধতিতে ইউপিআই-এর মাধ্যমে পিএফ উত্তোলন হবে তাত্ক্ষণিক এবং নিরাপদ।

EPFO এর টাকা উঠবে BHIM App থেকেই

ভীম অ্যাপে লগইন করে কর্মচারীরা তাদের ইউএএন নম্বর দিয়ে অ্যাকাউন্ট যাচাই করবেন। তারপর স্বাস্থ্য, শিক্ষা, বিয়ে বা অন্যান্য অনুমোদিত কারণে অ্যাডভান্স ক্লেম জমা দেবেন। এপিএফও ব্যাকএন্ডে যাচাই করে স্যাংশন দেবে। টাকা সরাসরি ইউপিআই-লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। এতে কোনও কাগজপত্রের ঝামেলা নেই, শুধু ইউপিআই পিন দিয়ে লেনদেন সম্পন্ন হবে। প্রাথমিকভাবে ভীম অ্যাপেই এই সুবিধা থাকবে, পরে অন্যান্য ইউপিআই অ্যাপেও চালু হতে পারে।

কবে থেকে শুরু?

সরকারি সূত্র জানিয়েছে, ২০২৬-এর এপ্রিল মাস থেকে এই ব্যবস্থা চালু হবে। বর্তমানে এনপিসিআই এবং এসবিআই-এর সঙ্গে যৌথভাবে এটি তৈরি হচ্ছে। পশ্চিমবঙ্গে প্রায় ৩ কোটি এপিএফও সদস্য এর সুবিধা পাবেন। আগে পিএফ উত্তোলনে ৩-৪ দিন লাগত, এখন তা মিনিটের মধ্যে হবে। তবে পুরো টাকা তোলা যাবে না, কিছু অংশ মিনিমাম ব্যালেন্স হিসেবে থাকবে যাতে সুদ আসে।

আরও পড়ুনঃ ইসকন ভক্তদের টার্গেট করে ভুয়ো ওয়েবসাইট, সাবধান করল ISKCON

পশ্চিমবঙ্গের শিল্পাঞ্চল এবং কলকাতার অফিসগামীদের জন্য এটি একটি বড় সুবিধা হতে চলেছে। জরুরি অবস্থায় দ্রুত টাকা পাওয়া যাবে। এপিএফও-র তথ্য অনুসারে, গত বছর রাজ্যে লক্ষাধিক ক্লেম জমা পড়েছে। এই ইউপিআই-ভিত্তিক পিএফ তোলার পদ্ধতি তাদের সময় বাঁচাবে এবং প্রক্রিয়া স্বচ্ছ করবে। বিশেষজ্ঞদের মতে, এতে ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্য পূরণ হবে। তবে সাইবার নিরাপত্তা নিয়ে সতর্ক থাকতে হবে, শুধুমাত্র অফিসিয়াল অ্যাপ ব্যবহার করতে হবে।