Rules Changes: ফেব্রুয়ারি থেকেই টান পড়বে পকেটে, NPS সহ ৫ নিয়মে আসছে বড় বদল

নিজস্ব প্রতিবেদন : প্রতিমাসের শুরুতেই দেখা যায় আর্থিক ক্ষেত্রগুলির পাশাপাশি বেশ কিছু ক্ষেত্রে একাধিক নিয়মে বদল (Rules Changes) আনা হয়। এই সকল নিয়মের বদলের পরিপ্রেক্ষিতে কোন কোন ক্ষেত্রে দেশের নাগরিকদের পকেটে টান পড়ে, আবার কোন কোন ক্ষেত্রে মেলে স্বস্তি। তবে ফেব্রুয়ারি মাসে গুরুত্বপূর্ণ যে ৫টি ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে, তার অধিকাংশই নাগরিকদের পকেটে টান ধরাবে।

১) প্রথম যে বড় পরিবর্তনের কথা বলতেই হয় সেটি হল ন্যাশনাল পেনশন সিস্টেমের (NPS) কথা। সম্প্রতি পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি ন্যাশনাল পেনশন সিস্টেম চলাকালীন মাঝপথে টাকা তোলার ক্ষেত্রে একটি সার্কুলার জারি করেছে এবং সেই সার্কুলার আগামী ১ ফেব্রুয়ারি থেকে লাগু হতে চলেছে। নতুন সার্কুলার অনুযায়ী জরুরী ক্ষেত্রে যে তিনবার টাকা তোলা যায় তা সর্বাধিক ২৫ শতাংশ পর্যন্ত তোলা যাবে।

২) Fastag রয়েছে এমন যে সকল গ্রাহকদের KYC করা নেই তাদের Fastag অ্যাকাউন্ট ব্ল্যাকলিস্টেড হয়ে যাবে ৩১ জানুয়ারি ২০২৪ তারিখে। এই সকল গ্রাহকদের ১ ফেব্রুয়ারি থেকে Fastag ব্যবহার করার জন্য তার আগেই কেওয়াইসি আপডেট করিয়ে নিতে হবে আবশ্যিকভাবে।

আরও পড়ুন 👉 NPS Rules Change: ন্যাশনাল পেনশন সিস্টেমে টাকা তোলার নিয়মে আসছে বদল, বুঝে নিন সহজ ভাষায়

৩) ভারতের ৪২ শতাংশ প্যাসেঞ্জার গাড়ির বাজার ধরে রাখা টাটা মোটরস ফেব্রুয়ারি মাস থেকে তাদের সমস্ত গাড়ির দাম বৃদ্ধি করতে চলেছে। সংস্থার সমস্ত গাড়ির দাম ০.৪৫ শতাংশ বৃদ্ধি পাবে। গাড়ি তৈরীর খরচ দিন দিন বাড়তে থাকার কারণে তারা এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানাচ্ছে।

৪) স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের তরফ থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই লেনদেনের ক্ষেত্রে এবার এক শতাংশ প্রসেসিং ফি ধার্য করবে এবং এই নতুন নিয়ম চালু হবে আগামী ১ ফেব্রুয়ারি থেকে।

৫) ফেব্রুয়ারি মাসে বিভিন্ন ক্ষেত্রে দাম বৃদ্ধির ঘটনার সম্মুখীন দেশের নাগরিকদের হতে হলেও স্বস্তি মিলতে পারে রান্নার গ্যাসে। রান্নার গ্যাসের দাম ফেব্রুয়ারি মাসে কমতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিওবা সাধারণ গ্রাহকদের রান্নার গ্যাসের দামের ক্ষেত্রে কোন পরিবর্তন না হয়, তাহলেও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের আওতায় থাকা রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমতে পারে বলেই মনে করা হচ্ছে।