কিছু মানুষ মাস্ক নিয়ম মানছেন না, সাবধান করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদন : দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার সন্ধ্যা ছ’টায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন এমনটা সকাল থেকেই জানিয়ে রেখেছিলেন। আর সেই মতো বর্তমান করোনা পরিস্থিতিতে ঠিক সন্ধ্যা ছ’টায় শুরু হয় তাঁর ভাষণ। আর এই ভাষণের মাধ্যমেই তিনি দেশের মানুষকে সতর্ক করলেন করোনা নিয়ে। তাঁর বক্তব্যের প্রথম থেকেই দেশের বেশ কিছু মানুষের গাফিলতি এবং নিয়ম মেনে না চলার প্রসঙ্গ ধরা পরে।

জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় তিনি বলেন, “লকডাউন চলে গেলেও এখনো ভাইরাস চলে যায়নি। আমরা পরিস্থিতি হাতের বাইরে যেতে দেবো না। দেশের সুস্থ হয়ে ওঠার হার অনেক ভালো এবং মৃত্যুহার অনেক কম। ভারতে ১০ লক্ষ মানুষের মধ্যে মাত্র ৮৩ জনের প্রাণহানি হয়েছে।”

এর পরেই তিনি বলেন, “বেশ কিছু ভিডিওতে দেখছি কিছু মানুষ ঠিকঠাক করে সাবধানতা মানছেন না। মাস্ক ছাড়া বাড়ির বাইরে অনেকেই বের হচ্ছেন। এমনটা ঠিক নয়। এতে নিজেরাই নিজের পরিবারের সদস্যদের বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। সাবধানে থাকুন।”

এর পাশাপাশি তিনি দেশের মানুষকে সতর্ক করে বলেন, “যতদিন না ভ্যাকসিন আসছে ততদিন করোনাকে হালকাভাবে নিলে হবে না। আমাদের দেশের বিজ্ঞানীরা ভ্যাকসিনের জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন। যখনই ভ্যাকসিন আসবে তখনই যেন প্রত্যেক ভারতীয়রা তা পান সেজন্য জোর কদমে কাজ চলছে।”

তিনি এদিন আবারও দেশের মানুষকে সতর্ক করে বলেন, “২ গজের দূরত্ব বজায় রাখুন। সব সময় সাবান দিয়ে হাত ধোবেন এবং বাড়ি থেকে বের হলেই মাস্ক ব্যবহার করবেন। আমরা সকলেই চাই আমাদের পরিবার সুস্থ থাকুক। তাই বারবার আপনাদের কাছে এই সকল নিয়ম মেনে চলার আর্জি জানাচ্ছি।”