রাস্তাতেই OLA ই-স্কুটারে আগুন, চোখের সামনে দাউ দাউ করে জ্বললো স্কুটার

নিজস্ব প্রতিবেদন : জ্বালানির দাম বৃদ্ধি পাওয়া এবং পরিবেশ দূষণের কথা মাথায় রেখে ভারতে প্রতিনিয়ত বাড়ছে ইলেকট্রিক স্কুটারের ব্যবহার। তবে এই সকল ইলেকট্রিক স্কুটার ব্যবহার বৃদ্ধি পাওয়ার পাশাপাশি একাধিক অঘটনের ছবিও সামনে আসছে। কোথাও স্কুটারে আগুন লাগা, আবার কোথাও বিস্ফোরণ হওয়ার মত খবর শোনা যাচ্ছে।

সম্প্রতি ইলেকট্রিক স্কুটারের বাজারে বৈপ্লবিক পরিবর্তন আনা OLA সংস্থার একটি ইলেকট্রিক স্কুটারে আগুন লাগার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে লক্ষ্য করা যায়। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইলেকট্রিক স্কুটারটি মুহুর্তের মধ্যে দাউ দাউ করে আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এই ঘটনা দেশজুড়ে আলোড়ন ফেলে দিয়েছে। এমনকি এই ঘটনার কথা স্বীকার করে নিয়েছে সংস্থাও।

শনিবার ওলা সংস্থার তরফ থেকে ঘটনার কথা স্বীকার করে জানানো হয়েছে, এমন ঘটনা ঘটেছে পুনেতে। এই বিষয়ে সংস্থা আগামী দিনে আরও সচেতনতা মূলক ব্যবস্থা গ্রহন করবে এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি তাদের তরফ থেকে জানানো হয়েছে, ঠিক কি কারণে এই ঘটনা ঘটেছে তা নিয়ে তদন্ত করা হচ্ছে। আগামী দিন কয়েকের মধ্যে আরও আপডেট শেয়ার করা হবে।

গত বছর ১৫ আগস্ট ভারতে OLA S1 এবং S1Pro নামে দুটি ইলেকট্রিক স্কুটার লঞ্চ করে। এরপর তারা ডিসেম্বর মাস থেকে এই সকল স্কুটার ডেলিভারি দেওয়া শুরু করে। তবে এ যাবৎ এই ইলেকট্রিক স্কুটার নিয়ে কোনো অভিযোগ করতে লক্ষ্য করা যায়নি। কিন্তু সম্প্রতি যে অভিযোগ উঠেছে তা যতটাই গুরুত্বপূর্ণ, ততটাই মারাত্মক।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে লক্ষ্য করা গিয়েছে, নতুন একটি ওলা ইলেকট্রিক স্কুটার দাউ দাউ করে জ্বলছে। সেই ঘটনার যারা ভিডিও করেছিলেন তাদের কথা থেকে অনুমান করা হচ্ছে, এই ইলেকট্রিক স্কুটারটিতে চলন্ত অবস্থাতেই আগুন লাগে। সেই সময়ই চালক রাস্তার ধারে স্কুটারটিকে দাঁড় করিয়ে নিরাপদ দূরত্বে চলে যান।