Oldest Railway Junction: গন্তব্য কাছে হোক বা দূরে যাত্র যাত্রীদের নিত্যদিনের ভরসা হল ট্রেন। ট্রেন বলতেই দক্ষিণবঙ্গের যে দুটি স্টেশনের কথা মাথায় আসে তা হল হাওড়া ও শিয়ালদা। ব্যস্ততম এই রেল স্টেশন দুটিতেই রোজ হাজার হাজার মানুষ যাতায়াত করেন।
তবে, এই অঞ্চলের প্রাচীনতম রেলওয়ে জংশন এই বিখ্যাত স্টেশনগুলির মধ্যে একটিও নয়। দক্ষিণবঙ্গের প্রাচীনতম রেলওয়ে জংশন পূর্ব বর্ধমানে অবস্থিত।
আরও পড়ুন: Indian Railway Electrification: বিদ্যুতের পথে ভারতীয় রেল! ডিজেল ট্রেনের দিন শেষ?
দক্ষিণবঙ্গের প্রাচীনতম রেলওয়ে জংশন পূর্ব রেলওয়ে নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ স্টেশন বিশেষত হাওড়া বিভাগের অংশ। হাওড়া বা শিয়ালদহের চেয়ে কম জনপ্রিয় হওয়া সত্ত্বেও এই জংশন পূর্ব বর্ধমানের সাথে পশ্চিমবঙ্গের অন্যান্য অংশ এবং তার বাইরেও সংযোগ স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
পূর্ব বর্ধমানের মানুষের কাছে এটি গর্ব। এটি শুধুমাত্র একটি রেলওয়ে স্টেশন নয় এটি রেল ব্যবস্থার নানান পরিবর্তনের সাক্ষী। এই জংশনের স্টেশন কোড হল KAN। বর্তমানে এই জংশনে পাঁচটি প্ল্যাটফর্ম রয়েছে। ১৮৫৯ সালে এর জংশনের মর্যাদার ভিত্তি স্থাপন করা হয়।
এই প্রাচীন জংশনের নাম হল খানা জংশন। যা হাওড়া বা শিয়ালদা স্টেশনের মতো বড় না হলেও এর ইতিহাসের কারণে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ।