দুবরাজপুরে এক যুবকের শরীরে ধরা পড়লো করোনা সংক্রমণ

লাল্টু : দুবরাজপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ২৮ বছর বয়সী এক যুবক করোনা আক্রান্ত হলেন। মঙ্গলবার সকালে রিপোর্ট জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শহরজুড়ে। করোনা আক্রান্তকে বোলপুর কোভিড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ও বাড়ির অন্যান্য সদস্যদের বক্রেশ্বর কোয়ারেন্টাইন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে ওই এলাকা স্যানিটাইজ করার কাজ চালাচ্ছে।

করোনা আক্রান্ত ব্যক্তি কলকাতায় কস্টিউম ডিজাইনের কাজ করেন। গত জুলাই মাসের ৯ তারিখ তিনি কলকাতা থেকে দুবরাজপুর ফিরে আসেন নিজের বাড়িতে। ১১ তারিখে তার লালারস সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। ওই পরিবারের সদস্যরা এলাকায় কার কার সঙ্গে মিশেছে তাও খুঁজে দেখছে দুবরাজপুর থানার পুলিশ।

তবে স্থানীয় সূত্রে যেটুকু জানা গিয়েছে তা হল, ওই যুবক কলকাতা থেকে ফিরে আসার পর এলাকায় সেভাবে কারোর সাথে মেলামেশা করেন নি। তিনি ফিরে এসেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন। তবে ইতিমধ্যেই যে সকল ব্যক্তিরা ওই যুবকের সংস্পর্শে এসেছিলেন তাদেরও কোভিড টেস্ট করানো হবে বলে জানা গিয়েছে প্রশাসনিক সূত্রে। অন্যদিকে বীরভূমে কনটেনমেন্ট জোনের সংখ্যা এদিন পর্যন্ত বেড়ে দাঁড়িয়ে ১৯।