নিজস্ব প্রতিবেদন : কেন্দ্র এর আগেও পশ্চিমবঙ্গকে ‘এক দেশ, এক রেশন’ কার্ড চালু করার অনুরোধ করেছিল। তবে সেক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প বা ব্যবস্থা চালু করবেন না এমনটা বলেননি। তিনি কেন্দ্রের রেশন খারাপ এবং বাংলা রেশন ভালো এই অভিযোগ ও দাবি-দাওয়ার পরিপেক্ষিতে বিষয়টিকে পরে ভাবার কথা বলেছিলেন। তবে এই ব্যবস্থার সাথে যেহেতু জনস্বার্থ জড়িয়ে রয়েছে তাই সুপ্রিম কোর্টের তরফ থেকে অবিলম্বে তা চালু করার নির্দেশ দেওয়া হলো।
শুক্রবার সুপ্রিম কোর্টের তরফ থেকে রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়, পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে অবিলম্বে পশ্চিমবঙ্গে এই ‘One Nation, One Ration’ কার্ড ব্যবস্থা চালু করতে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনো নির্দেশের কপি পায়নি। কপি পেলে এই বিষয়ে জানাবো।
Supreme Court also reserves its order on the case relating to problems faced by migrants during lockdown and on registration process of unorganised workers so that they can avail the welfare benefits given under various government schemes.
— ANI (@ANI) June 11, 2021
‘One Nation, One Ration’ প্রকল্প কি?
কেন্দ্র সরকারের এই প্রকল্প ইতিমধ্যেই দেশের অধিকাংশ রাজ্যে চালু হয়ে গেছে। হাতে গোনা কয়েকটি রাজ্য এখনো এই প্রকল্পের আওতায় যোগদান করেনি। এই সকল রাজ্যগুলির মধ্যে অন্যতম হলো পশ্চিমবঙ্গ। এই প্রকল্প চালু হলে এর আওতায় যে সকল নাগরিকরা যুক্ত হবেন তারা ভারতবর্ষের যেকোনো রাজ্যের যেকোনো রেশন দোকান থেকে নির্ঝঞ্ঝাটে নিজেদের রেশন তুলতে পারবেন। অন্য রাজ্যে গিয়ে নতুন করে রেশন কার্ড তৈরি করতে হবে না। অর্থাৎ এই প্রকল্পের মধ্য দিয়ে সবথেকে বেশি সুবিধা পাবেন যে সকল নাগরিকরা এক রাজ্য থেকে অন্য রাজ্য অথবা এক জায়গা থেকে অন্য জায়গায় কাজের তাগিদে ঘোরাফেরা করেন।
‘One Nation, One Ration’ ব্যবস্থার আওতায় থাকা নাগরিকরা যেমন দেশের যে কোন রাজ্যের যেকোনো রেশন দোকান থেকে নিজেদের প্রাপ্য রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন ঠিক তেমনি দামের ক্ষেত্রেও কোনরকম তারতম্য হবে না। দেশের প্রতিটি জায়গায় একই দাম ধার্য করা হবে এই প্রকল্পের মাধ্যমে। অর্থাৎ বিভিন্ন রাজ্যের বিভিন্ন রকম রেশনের দাম, এই পার্থক্যও আর থাকবে না।
পাশাপাশি এই ব্যবস্থাপনায় আধার লিঙ্ক বাধ্যতামূলক। যে কারণে রেশন নিয়ে বারংবার যে দুর্নীতির অভিযোগ ওঠে তাও এক নিমেষে বন্ধ হয়ে যাবে। মৃত ব্যক্তির নামে রেশন তোলা অথবা রেশন সামগ্রী না দেওয়া এই সকল অভিযোগের কোন জায়গা থাকবেনা এই ব্যবস্থাপনায়। এই ব্যবস্থা চালু হলে রেশন সামগ্রী দেওয়ার সময় রেশন দোকানে পিওএস মেশিন থাকাটা বাধ্যতামূলক।