৫ ঘন্টা ১৫ মিনিট বন্ধ থাকবে অনলাইনে ট্রেনের টিকিট বুকিং, জানুন কখন

নিজস্ব প্রতিবেদন : ভারতের মতো দেড়শ কোটি দেশের কোটি কোটি মানুষ প্রতিদিন ট্রেনের উপর নির্ভর করে এক জায়গা থেকে অন্য জায়গা যাতায়াত করেন। ট্রেনের উপর এই ব্যাপক নির্ভরতার কারণে রেল পরিষেবাকে ভারতের গণপরিবহনের মেরুদন্ড বলা হয়। ট্রেনের ব্যাপক চাহিদার কারণে অফলাইন এবং অনলাইন দুই ক্ষেত্রেই রয়েছে টিকিট বুকিংয়ের ব্যবস্থা।

অফলাইনে টিকিট কাউন্টারে লম্বা লাইন দিয়ে টিকিট বুকিং করার তুলনায় অনলাইনে টিকিট বুকিং করা অনেক সহজ। বাড়িতে বসে অথবা রাস্তাঘাটে ঘুরে বেড়াতে বেড়াতেই নিজেদের প্রয়োজনীয় টিকিট বুকিং করে নেওয়া যায় অনলাইনে। তবে এবার অনলাইনে টিকিট বুকিং করার ক্ষেত্রে ৫ ঘন্টা ১৫ মিনিট বুকিং বন্ধ রাখার ঘোষণা করলো আইআরসিটিসি।

পূর্ব রেলের যাত্রীরা অনলাইনে এই দীর্ঘ সময় টিকেট বুকিং করতে পারবেন না বলে জানানো হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। কলকাতার PRS অর্থাৎ Passenger Reservation System এই ৫ ঘন্টা ১৫ মিনিট বন্ধ থাকবে। এই পিআরএস বন্ধ থাকার ফলে টিকিট বুকিং ছাড়াও অনুসন্ধান করাও যাবে না বলে জানানো হয়েছে।

কখন বন্ধ থাকবে এই টিকিট বুকিং এবং অনুসন্ধান? এই বিষয়ে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে, চলতি সপ্তাহের শনিবার অর্থাৎ ১০ সেপ্টেম্বর রাত ১১ টা ৪৫ থেকে ১১ সেপ্টেম্বর রবিবার ভোর ৫ টা পর্যন্ত কাজ করবে না Passenger Reservation System।

গভীর রাতে এই ডাউন টাইম করার কারণ হিসেবে যাত্রীদের যাতে খুব অসুবিধা না হয় তার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ওই সময় UTS অ্যাপ থেকে বুকিং কাজ করবে না বলেও মনে করা হচ্ছে। রক্ষণাবেক্ষণের জন্য এই ডাউন টাইম করা হচ্ছে বলে জানা যাচ্ছে রেল সূত্রে।