অপারেশন সিঁদুর সাকসেস হতেই যা করল বীরভূমের যুবকরা

লাল্টু: সিঁদুরে মেঘ দেখছে পাকিস্তান! হ্যাঁ, ৭ মে মধ্যরাতে ইন্ডিয়ান এয়ার ফোর্সের অপারেশন সিঁদুর সাকসেসফুল হতেই রীতিমতো আতঙ্ক দানা বাঁধতে শুরু করেছে পাকিস্তানের ঘরে ঘরে। পাকিস্তানের ঘরে ঘরে যখন আতঙ্ক দানা বাধতে শুরু করেছে, যখন পাকিস্তানের রাষ্ট্রনেতাদের রাতের ঘুম উড়েছে, সেই সময় ভারতের মাটিতে শুরু হয়েছে অকাল বিজয়া দশমীর সিঁদুর খেলা। দেশের বিভিন্ন প্রান্তে দেশের জাতীয় পতাকা নিয়ে সেলিব্রেশনের পাশাপাশি চলছে মিষ্টিমুখ থেকে শুরু করে মিছিল ইত্যাদি। ঠিক সেই রকমই ভারতীয় সেনাদের হাতে পাকিস্তানের নটি জঙ্গি ঘাঁটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর উৎসবের মেজাজ শুরু হয়েছে বীরভূমের দুবরাজপুরেও।

বুধবার দুবরাজপুরের কয়েকজন যুবক ভারতের জাতীয় পতাকা হাতে ভারত মাতার জয়ধ্বনি তুলতে তুলতে পাকুরতলা মোড় থেকে আশ্রম মোড় পর্যন্ত মিছিল করে। এর পাশাপাশি তাদের পাকিস্তানের জাতীয় পতাকা নিয়ে ছেলে খেলা করতেও দেখা যায়। স্লোগান তুলতে দেখা যায় পাকিস্তান মুর্দাবাদ।