পেহলগাঁওতে নিরীহ পর্যটকদের খুনের বদলা নিয়েছে ভারতীয় সেনাবাহিনী, সে কারণেই বীরভূমের সিউড়িতে তিরঙ্গা যাত্রা পালন করা হলো বিজেপির পক্ষ থেকে। সিঁদুরের বদলা নিয়েছে অপারেশন সিঁদুর, উপস্থিত মহিলারা একে অপরকে সিন্দুর পরিয়ে শুরু করল এই যাত্রা। সিউড়ি শহরের দত্তপুকুর মোড় থেকে শুরু হয় এই তিরঙ্গা যাত্রা শেষ হয় সিউড়ি বাস স্ট্যান্ড চত্বরে। তাই তিন কিলোমিটার এই রাস্তায় উপস্থিত ছিলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, ধ্রুব সাহা সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব ও কর্মীরা। আর এখানেই বাংলাদেশকে খোঁচা দিলেন জগন্নাথ চ্যাটার্জী।
‘খুঁড়তুতো ভাই পাকিস্তানকে দেখে শিক্ষা নেওয়া উচিত!’, বাংলাদেশকে খোঁচা দিলেন জগন্নাথ চ্যাটার্জী
