অপারেশন সিঁদুর সাকসেসফুল হতেই মিষ্টিমুখ বীরভূমে

অপারেশনের সিঁদুর নিয়ে যখন সিঁদুরে মেঘ দেখতে পাকিস্তান, ঠিক সেই সময় ভারতের মাটিতে বিভিন্ন জায়গায় চলছে মিষ্টি মুখ। এমনই মিষ্টি মুখের এক ছবি ধরা পরল বীরভূমের সিউড়িতে। যেখানে দলীয় অর্থাৎ রাজনৈতিক পতাকাকে দূরে সরিয়ে ভারতের জাতীয় পতাকা হাতে নিয়ে মিষ্টিমুখ করতে দেখা যায় বিজেপি নেতাকর্মীদের।

আমরা জানি পহেলগাঁওয়ে গত ২২ এপ্রিল নির্মমভাবে হিন্দু ধর্মের মানুষদের বেছে বেছে হত্যা করে জঙ্গিরা। যে ঘটনার পর থেকেই রাগে, ক্ষোভে ফুঁসছিলেন ভারতীয়রা। সবার মুখেই একটি কথা, বদলা চাই। ভারত সরকারও বদলা নেওয়ার জন্য মুখিয়ে ছিল। শুধুমাত্র ঘর গোছানোর কাজ চালাচ্ছিল সরকার। আর এসবের মধ্যেই ৭ মে মধ্যরাতে ভারত পাকিস্তানের মাটিতে ঢুকে অপারেশন সিঁদুর সফল করে।

আরও পড়ুন: রাস্তা থেকে মাঠে পাল্টি বাসের, আহত ২০, মৃত ১

ভারতের এই অপারেশনে নটি জঙ্গি ঘাঁটি উড়িয়ে দেয়। ভারতের এমন সফলতায় দেশজুড়ে যেন অকাল বিজয়া দশমীর সিঁদুর খেলা শুরু হয়েছে। আর এরই সঙ্গে সঙ্গে চলছে মিষ্টি মুখ।