IIT Kharagpur Course: ব্যবসা বিষয়ে বিশেষ কোর্স করার সুযোগ IIT খড়্গপুরে, আবেদন কিভাবে করবেন?

IIT Kharagpur Course: বর্তমানে চাকরি জগতে যে অবস্থা তাতে করে দিন দিন বাড়ছে বেকারত্বের সংখ্যা। ফলে অনেকেই ছোটখাটো ব্যবসা শুরু করার দিকে ঝুঁকছে। আবার কেউ কেউ মানসিকভাবে ব্যবসার জন্য প্রস্তুতি নিয়ে ব্যবসা বিষয়ে বিভিন্ন কোর্সও করছে। তেমনি সেইসব ব্যবসা আগ্রহী ব্যক্তিদের জন্য দুর্দান্ত খবর ঘোষণা করল আইআইটি খড়্গপুর। যার মাধ্যমে ব্যবসা সংক্রান্ত বিষয়ে বাড়বে জ্ঞান। শক্তপোক্ত হবে পরিকাঠামো। কোন কোর্স করার বিজ্ঞপ্তি প্রকাশ করল আইআইটি খড়্গপুর? কিভাবেই বা করানো হবে? সময় কত লাগবে? আবেদন কিভাবে করবেন? কারা এই কোর্স করার সুযোগ পাবেন? আগ্রহী থাকলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

সম্প্রতি খড়্গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি তরফে এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ব্যবসা এবং মানবাধিকার সংক্রান্ত বিষয়ে একটি বিশেষ কোর্স (IIT Kharagpur Course) করানো হবে। তাও আবার বাড়িতে বসেই। কোর্সের নাম কি? কারা করাবেন এই কোর্স? কি কি বিষয়বস্তু থাকবে? নিম্নে তালিকা আকারে প্রকাশ করা হলো।

কোর্সের নাম:- আই আইটি খড়্গপুরের তরফে প্রকাশ করা এই কোর্সের নাম ক্যাপাসিটি বিল্ডিংস প্রোগ্রাম অন বিজনেস অ্যান্ড হিউমান রাইটস।

কোর্সের বিষয়বস্তু:- ব্যবসা ও মানবাধিকার সংক্রান্ত কোর্সে যে বিষয়গুলি শেখানো হবে তা হল জলবায়ু পরিবর্তন, হিউম্যান রাইটস ইকোনমি, মেধাস্বত্ব অধিকার এবং গ্লোবাল ভ্যালু চেনস।

সময়সীমা:- আইআইটি খড়্গপুরের (IIT Kharagpur Course) তরফে এই বিজনেস অ্যান্ড হিউম্যান রাইটস কোর্স করানো হবে মোট ৬০ ঘন্টা।

কোর্স বিশেষজ্ঞ:- উপরে উল্লেখিত কোর্সটি আবেদনকারী প্রার্থীদের শেখাবে রাজীব গান্ধী স্কুল অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি ল-এর বিশেষজ্ঞরা।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে চাকরির সুযোগ বাঁকুড়ায়, আবেদন করতে পারবেন ছেলে-মেয়ে উভয়েই

আবেদন পদ্ধতি:- সংশ্লিষ্ট কোর্সে স্নাতকোত্তর পড়ুয়া, গবেষক, ফ্যাকাল্টি মেম্বার, কর্মরত আধিকারিকরা এই কোর্সে আবেদন করতে পারবেন। অনলাইনে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদন করতে হবে।

কোর্স মূল্য:- উপরে উল্লেখিত কোর্সে ভিন্ন শিক্ষাগত স্তরের মানুষদের জন্য ভিন্ন ভিন্ন কোর্স ফি রয়েছে। যেমন স্নাতকোত্তর পাঠরত পড়ুয়াদের ১০০০ টাকা। গবেষকদের জন্য ১৫০০ টাকা জমা দিতে হবে। ফ্যাকাল্টি মেম্বার এবং কর্মরত আধিকারিকদের এই কোর্স করার জন্য কোর্স ফি দিতে হবে ২০০০ টাকা।

ক্লাসের সময়সীমা:- ব্যবসা ও মানবাধিকার সংক্রান্ত এই কোর্সটি করানো হবে ১১ই মে থেকে ১৭ই মে পর্যন্ত।

আবেদনের শেষ তারিখ:- আগ্রহী প্রার্থীরা উপরে উল্লেখিত কোর্সটিতে ২০২৫ সালের ৯ই মে পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না ।

অফিসিয়াল ওয়েবসাইট:- এই কোর্স (IIT Kharagpur Course) সংক্রান্ত বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে অবশ্যই অনুসরণ করুন আইআইটি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইট