Toto Strike: টোটো রেজিস্ট্রেশন ই-রিক্সা নিয়ে সরকারের নতুন নিয়মের পরিপ্রেক্ষিতে সমস্যায় পড়েছেন টোটো চালকরা। আর সেই সমস্যার পরিপ্রেক্ষিতেই তারা তিন দিনের জন্য টোটো ধর্মঘট দেখেছেন সিউড়িতে। সোমবার থেকে শুরু হওয়া এই ধর্মঘটের পরিপ্রেক্ষিতে সিউড়ি শহর এবং পার্শ্ববর্তী এলাকায় এখন টোটো চলাচল বন্ধ। আর এর পরিপ্রেক্ষিতেই রাস্তাঘাট আলাদা চেহারা নিয়েছে, তবে সমস্যায় পড়তে হচ্ছে বহু মানুষকেই।
তিনদিনের টোটো ধর্মঘটের (Toto Strike) পরিপ্রেক্ষিতে রাস্তাঘাটে যানজট যেমন অনেকটাই কমেছে ঠিক সেইরকমই আবার যারা বিভিন্ন কারণে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করেন তাদের ভোগান্তির শিকার হতে হচ্ছে। বহু মানুষ রয়েছেন যাদের পায়ে হেঁটে এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে হচ্ছে। স্বাভাবিকভাবেই তাদের কষ্ট করে গন্তব্যে পৌঁছতে হচ্ছে।
টোটো চালক এবং ইউনিয়নের তরফে যা দাবী করা হচ্ছে তাতে তাদের সরকারের নতুন নিয়ম মানতে কোন সমস্যা নেই। কিন্তু টাকার অংক তাদের কাছে সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে। আরটিও তাদের যেখানে সাড়ে তিন হাজার টাকা খরচ হবে বলে জানাচ্ছেন, সেই জায়গায় যখন তারা ডিলারদের কাছে যাচ্ছেন তখন তারা ১৫ থেকে ১৮ হাজার টাকা দাবি করছেন। এত টাকা তারা কোথায় পাবেন, এই নিয়েই সমস্যার সূত্রপাত। সমস্যা যদি না মেটে তাহলে অনির্দিষ্টকালের জন্য তারা পরিষেবার বন্ধ রাখবেন বলেও জানিয়েছেন।
