TTE: দারুণ ফন্দি এঁটেছে রেল! হাওড়া শিয়ালদহ স্টেশনে এইভাবে চেনা যাবে ভুয়ো টিকিট পরীক্ষককে

দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রেল স্টেশন হল হাওড়া ও শিয়ালদহ। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীর পা পড়ে এই রেল স্টেশন চত্বর গুলিতে। ভারতীয় রেলের তরফে যাত্রী পরিষেবা ও সুরক্ষা নিশ্চিত করতে কোনোরকম খামতি রাখা হয় না। আর তাই এবার এক নতুন উদ্যোগ কাঁধে তুলে নিয়েছে রেল। হাওড়া স্টেশন থেকে ভুয়ো টিকিট পরীক্ষককে পাকড়াও করার পর রেলের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে এবার ভুয়ো টিকিট পরীক্ষককে জব্দ করতে আসল টিকিট পরীক্ষকদের কোটের আড়ালে থাকবে আলাদা রকমের এক ‘আই কার্ড’। যা জাল তৈরি করা বেশ মুশকিল।

শিয়ালদহের সিনিয়র ডিসিএম যশরাম মীনার তরফে জানা গিয়েছে, ভুয়ো টিকিট পরীক্ষকদের বারবাড়ন্ত বন্ধ করতে গত ২১এপ্রিল মুখ‌্য টিকিট পরীক্ষদের নতুন নির্দেশ পালন করতে বলা হয়েছে। একইসাথে অচেনা অজানা টিকিট পরীক্ষকদের দেখলে তৎক্ষণাৎ তাকে পাকড়াও করে জিজ্ঞাসাবাদ করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে, এমন এক বুদ্ধি বের করা হয়েছে যাতে ভুয়ো টিকিট পরীক্ষকদের সহজে চিহ্নিত করা যায়। আসল টিকিট পরীক্ষকদের কোট ও ইউনিফর্মের ভিতরে রাখা থাকবে আধুনিক এক রকমের পরিচয় পত্র বা আই কার্ড। যা দিয়ে সে আসল না নকল তা বোঝা সহজ হবে। আর মাত্র কয়েক দিনের মধ্যেই এই আধুনিক আই কার্ড ব্যবহার করতে পারবেন টিকিট পরীক্ষকরা।

আরও পড়ুন: Purulia Tourism: দুটো দিন অক্সিজেন নিয়ে আসুন পুরুলিয়ার এই জায়গা থেকে! রয়েছে থাকা খাওয়ার ব্যবস্থাও

আরপিএফ জেরা করে সেই হাওড়া থেকে আটককৃত ভুয়ো টিকিট পরীক্ষক রাওনিত রাজশাওর থেকে জানতে পেরেছে এই চক্রে আরও একাধিক মাথা জড়িত রয়েছে। যাদের দেখে বোঝার উপায় নেই তারা ভুয়ো টিকিট পরীক্ষক। এই তথ‌্য হাতে আসার পরেই নড়েচড়ে বসেছে হাওড়া, শিয়ালদহের কমার্শিয়াল বিভাগ। হাওড়ার ডিসিএম এইচ গাঙ্গুলির তরফে জানানো হয়েছে, হাওড়া নিউ কমপ্লেক্স দক্ষিণ পূর্ব রেলের অধীনে। ওই রেলের টিকিট পরীক্ষকরা ভুয়ো টিকিট পরীক্ষক পাকড়াও করার পর হাওড়াতে নজরদারি বাড়ানো হয়েছে।

টিকিট পরীক্ষকদের চোখ কান খোলা রাখতে বলা হয়েছে। সন্দেহজনক বলে মনে হলে আরপিএফকে সঙ্গে সঙ্গে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। খড়গপুরের সিনিয়র ডিসিএম এর তরফে জানা গিয়েছে, এই বিষয় নিয়ে তাদের রেল প্রতিদিন জোরকদমে অভিযান চালাচ্ছে। দক্ষিণ পূর্ব রেলের টিকিট পরীক্ষকরাই হাওড়া নিউ কমপ্লেক্স থেকে ভুয়ো টিকিট পরীক্ষককে পাকড়াও করেছে।