Assam Police: চলবে না ভুঁড়িওয়ালা পুলিশ, আনফিট হলেই যাবে সাধের চাকরি

Job of overweight policeman are in crisis: ভুঁড়িওলা পুলিশদের চাকরি কিন্তু সংকটে। তাই তাদের সাবধান করে দিল অসম (Assam) সরকার। পুলিশের চাকরিতে ফিট থাকা একান্ত দরকার। আর চোর-ডাকাত ধরতে গেলে প্রয়োজন হয় দৌড়ঝাপ করার। কিন্তু বেশিরভাগ পুলিশরাই চাকরি পাওয়ার কয়েক বছর পরে মুটিয়ে যান। সেই কারণেই কঠিন নিয়ম আনল হিমন্ত বিশ্ব শর্মা (Himanta Biswa Sarma) সরকার। এবার থেকে রাজ্যের (Assam Police) পুলিশকর্মীদের বডি-মাস-ইনডেক্স (BMI) রেকর্ড রাখা হবে এবং তার সাথে বয়স এবং উচ্চতার নিরিখে পুলিশকর্মীদের ওজনের রেকর্ড রাখা হবে। পুলিশরা মোটা হচ্ছেন নাকি রোগা হচ্ছেন সেই বিষয়ে খতিয়ে দেখা হবে। কোন পুলিশকে যদি ফিট না পাওয়া যায় তাহলে হাতে ধরিয়ে দেওয়া হবে অবসরের চিঠি।

অসম পুলিশের (Assam Police) ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন যে, এই সিদ্ধান্ত নিতে হয়েছে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নির্দেশে। অসমের সমস্ত পুলিশ কর্মীদের ওজন কমাতে আগামী নভেম্বর অবধি সময় দেওয়া হচ্ছে। এমনকি আইপিএসদের উপরেও ঠিক এক নিয়ম লাগু। নাহলে সময়মতো তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে টুইট করে বিস্তারিত জানিয়েছেন অসমের ডিজিপি।

অসমে পুলিশ কর্মীদের (Assam Police) জন্য এই নতুন নিয়ম খুব শিগগিরই চালু হতে চলেছে। যদি দেখা যায় কোনও পুলিশকর্মী বা আইপিএস আধিকারিক স্থূলতায় ভুগছেন, তাকে ফিট হতে তিন মাস পর্যন্ত সময় দেওয়া হবে। ঠিক তিন মাস পর তাদের বিএমআই রেকর্ড সংগ্রহ করা হবে। যাঁদের ওজন অত্যধিক বেশি, বাড়তি তিন মাস সময় পাবেন তাঁরা। ভালো ফল দেখা না দিলে স্বেচ্ছাবসর নিতে হবে সেইসব পুলিশ অফিসারদের।

অসমের ডিজিপি টুইট করে বলেন যে, অসমের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই নতুন নিয়ম চালু হচ্ছে। তার নির্দেশেই রাজ্য পুলিশের সদর দপ্তর বিএমআই রেকর্ড রাখার সিদ্ধান্ত নিয়েছে। যেসব পুলিশ অফিসারদের বিএমআই ৩০-এর ঊর্ধ্বে, যারা স্থূলতার আওতায় পড়েন, নভেম্বরের শেষ পর্যন্ত তাঁদের বাড়তি তিন মাস দেওয়া হবে ওজন কমানোর জন্য। তারপর কাজ না হলে তাদেরকে স্বেচ্ছাবসরের প্রস্তাব দেওয়া হবে। তবে থাইরয়েড বা অন্য কোনও সমস্যা থাকলে এই নিয়ম লাগু হবে না। অসমের আইপিএস অফিসার ও পুলিশ কর্মীদের বিএমআই সংগ্রহ করা হবে ১৬ই অগাস্ট থেকে।

প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের গত এপ্রিলে হিমন্ত বলেছিলেন যে, রাজ্যের ৩০০ পুলিশ আধিকারিককে চিহ্নিত করা হয়েছে, যাঁরা কিনা পানাশক্ত। ওইসব পুলিশকর্মীদের কিন্তু স্বেচ্ছাবসর নিতে হবে। এছাড়া গত ৮ মে অসমের ডিজিপি বলেন যে, ৬৮০ জন পুলিশকর্মীকে চিহ্নিত করা হয়েছে, যাঁরা স্থূলকায় অথবা পানাশক্ত। এমন কোনো পুলিশ অফিসারকে রাখা হবে না যারা শারীরিকভাব আনফিট, তাই এদের স্বেচ্ছাবসর নিতে হবে।