পায়ে মাঞ্জা সুতো লেগে গাছেই ছটফট করছিল একটি পেঁচা। বিষয়টি দেখতে পান বাসিন্দারা এবং তারপর তারা দমকল বাহিনীকে খবর দেন। যথাসময়ে দমকল বাহিনী এলেও তাদের কাছে থাকা মূল পর্যাপ্ত উচ্চতা পর্যন্ত উঠতে না পারায় ওই পেচাটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
তবে এমন ঘটনা অর্থাৎ মাঞ্জা সুতোই আটকে পেচার জীবন চলে যাবে এমনটা দেখে থাকতে পারেননি জাকির খান। শেষমেষ তিনি দমকল বাহিনীর সহযোগিতায় ওই গাছে চরে পেচাটিকে উদ্ধার করেন এবং পরবর্তীতে দমকল বাহিনীর সহযোগিতায় তাকে সিউড়ির পশু চিকিৎসালয় চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।
আরও পড়ুনঃ উইল প্রোবেটর ঝামেলায় ইতি! বাতিল হল ব্রিটিশ আমলের উত্তরাধিকার আইনের ধারা
এমন মানবতার ভালো ছবির দৃশ্য দেখা যায় বুধবার সিউড়ির আদালত চত্বরে। সেখানে যে বটগাছ রয়েছে সেই বটগাছে ঘুড়ির মাঞ্জা সুতো এদিক ওদিক জড়িয়ে ছিল এবং সেই মাঞ্জা সুতোতে আটকে যায় একটি পেঁচা। পরবর্তীতে তাকে উদ্ধার করে চিকিৎসা করানো হয়।
গাছে চড়ে পেঁচা উদ্ধারের এমন মানবিকতার উদাহরণ রাখা জাকির খান সামান্য একজন দিনমজুর। তিনি বাইরে থেকে এসে আদালত চত্বরে যে সকল দোকান রয়েছে সেই সকল দোকানে জল ইত্যাদি সরবরাহ করার কাজ করে যেটুকু রোজগার করেন তা দিয়ে সংসার চালান। আর এই জাকির যেভাবে একটি পেঁচার জীবন বাঁচিয়ে নজির তৈরি করল তা সত্যিই কুর্নিশ জানানোর মতোই।
