India’s Most Expensive Car: আম্বানি আদানি চুনোপুঁটি! দেশের সবচেয়ে দামি গাড়ির মালিক এই ডাক্তার কোটিপতি

Prosun Kanti Das

Published on:

Who owns the most expensive car in India: ভারতের বিলাসবহুল গাড়ির (India’s Most Expensive Car) মালিক স্বাভাবিকভাবেই মুকেশ আম্বানি বা গৌতম আদানি হবে। যেমন দেশের সবথেকে দুর্ধর্ষ গাড়ির কালেকশন রয়েছে মুকেশ আম্বানির কাছে। কিন্তু জানলে আপনি সত্যি অবাক হবেন যে দেশের দামি গাড়ির মালিক কোনো ধনী ব্যবসায়ী নন। অবশ্য ভারতের একাধিক ব্যবসায়ী এবং উদ্যোগপতিরা বিলাসবহুল রোলস রয়েস চড়তে ভালবাসেন। কিন্তু তাহলে কে এই দামি গাড়ির মালিক?

অনেকেরই অজানা যে এই মুহূর্তে দেশে সবথেকে দামি ও বিলাসবহুল গাড়ি (India’s Most Expensive Car) হলো Bentley Mulsanne EWB Centenary এডিশন। যার দাম ১৪ কোটি টাকা। এটি হল Bentley Mulsanne EWB Centenary এডিশন। এই গাড়িটির মালিক কিন্তু আম্বানি-আদানি নয় বরং একজন ডাক্তার। জানেন উনি কি নামে পরিচিত? ‘প্রোটিন ম্যান অফ ইন্ডিয়া’ নামে বিখ্যাত ভিএস রেড্ডি। ব্রিটিশ বায়োলজিকালস’র ম্যানেজিং ডিরেক্টর ও প্রতিষ্ঠাতা হলেন ভিএস রেড্ডি।

বেন্টলে বিভিন্ন ধরনের গাড়ি ভারতে লঞ্চ করে, যার মধ্যে সবথেকে দামি গাড়ি হলো ফ্ল্যাগশিপ মডেল Mulsanne (India’s Most Expensive Car)। সুপার লাক্সারি একেবারেই আলাদা ধরনের। কিন্তু ব্রিটিশ সংস্থা পরে গাড়িটি বন্ধ করে দেয়। ভারতে যখন Mulsanne এর স্ট্যান্ডার্ড মডেলেরই দাম ছিল ৬ কোটি টাকা। এটি শুধু বিলাসবহুল নয়, বিরলও বটে!

সারা বিশ্বে হাতেগোনা কয়েকটি ইউনিট উপলব্ধ রয়েছে সারা দুনিয়ায়। শতবর্ষ উপলক্ষে বেন্টলে এই স্পেশাল এডিশন প্রকাশ্যে আনেন (India’s Most Expensive Car)। শতবর্ষে আনার জন্য ১০০টি ইউনিটই উৎপাদন করার সিদ্ধান্ত নেয় বেন্টলে। ডিজাইন ছিল খুবই রংচংয়ে। গাড়িটির বৈশিষ্ট্য হলো নতুন ধাঁচের গ্রিল, যাত্রীর আরাম অনুযায়ী হিটিং, কুলিংয়ের সুবিধা, কারুকার্য করা পিকনিক টেবিল এবং পিছনে সেন্টার কনসোল। পাঁচ তারা হোটেলের সবরকম সুবিধাই এখানে আছে।

গাড়িতে ৬.৫ লিটার V8 ইঞ্জিন দেওয়া হয়েছে যা ৫০৬ হর্সপাওয়ার এবং ১০২০ এনএম টর্ক তৈরি করতে পারে। এর সঙ্গে আছে ৮ স্পিড অটোমেটিক ZF ট্রান্সমিশন। গাড়িটি ১০০ কিমি যেতে পারে মাত্র ৫.৫ সেকেন্ডে এবং সর্বোচ্চ গতি ২৯৬ কিমি প্রতি ঘণ্টা। ভিএস রেড্ডি ২০১৯ সালে গাড়িটি কেনেন। তিনি হলেন আসলে ফার্মাসিউটিক্যালস কোম্পানি ব্রিটিশ বায়োলজিক্যালসের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ডিরেক্টর। কোম্পানিটি ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। কর্ণাটকের বেঙ্গালুরুতে অবস্থিত এটির সদর দফতর।