Investment Panagarh : পানাগড়ে ২৬০০ কোটির বিনিয়োগ, মোটা টাকায় নতুন কারখানা

Investment Panagarh : বাংলার বুকে এবার এক বিরাট লগ্নির খবর সামনে এলো। ম্যাটিক্স ফার্টিলাইজ়ার অ্যান্ড কেমিক্যালস এর তরফে পানাগড়ের বুকে ২৬০০ কোটি টাকা লগ্নি করে নয়া একটি ‘আইসো প্রোপাইল অ্যালকোহল’ কারখানা গড়ে উঠতে চলেছে। মূলত এই অ্যালকোহল ব্যবহৃত হয় ওষুধ ও বিভিন্ন প্রসাধনী পণ্য প্রস্তুতের কাঁচামাল হিসেবে। গত ১৬ই এপ্রিল সংস্থার চেয়ারম্যান নিশান্ত কানোরিয়ার তরফে জানানো হয়েছে, এই আইসো প্রোপাইল অ্যালকোহল কারখানা থেকে আগামী দুই বছরের মধ্যে উৎপাদন চালু হয়ে যাবে।

এই মোটা টাকার লগ্নি করে বছরে ৫০,০০০ টন আইসো প্রোপাইল অ্যালকোহল প্রস্তুত হবে। নিশান্ত আরও দাবি করেছেন, ম্যাটিক্স গোষ্ঠী সার ক্ষেত্রকে সাথে রেখে নানান ধরনের রাসায়নিক তৈরির ক্ষেত্রে প্রবেশের সিদ্ধান্ত এখন নয়, অনেক আগেই নিয়েছিল। সেই সিদ্ধান্তই বাস্তবতার ছোঁয়া পেয়ে তৈরি হতে চলেছে নতুন কারখানা। উল্লেখ্য, পানাগড়ে এই নতুন উৎপাদন কেন্দ্র তৈরি হবে ম্যাটিক্স ফার্টিলাইজ়ারের এখনকার যে কারখানা রয়েছে তার মধ্যেই। নিশান্ত এর তরফে জানা গিয়েছে, ইতিমধ্যেই ম্যাটিক্স একটি সংস্থার সঙ্গে চুক্তিতে স্বাক্ষর করেছে যথেষ্ট পরিমাণে কাঁচামাল পাওয়ার আশায়।

আর কিছু মাসের মধ্যেই কারখানা তৈরির কাজে হাত লাগাবে সংস্থা। সংস্থা কর্তৃপক্ষ দাবি করেছে, দেশের বুকে ব্যবহারই শুধু নয়, পানাগড়ে উৎপাদিত পণ্য চিন, আমেরিকার মতো দেশেও রফতানির চিন্তা ভাবনা রয়েছে সংস্থার।ম্যাটিক্স বর্তমানে পানাগড়ে ইউরিয়া, ডায়মোনিয়াম ফসফেট, নাইট্রোজেন, পটাসিয়াম ও ফসফরাস প্রস্তুত করে। সমস্ত ধরণের রাসায়নিক মিলিয়ে এই কারখানার প্রতি বছর উৎপাদন ক্ষমতা প্রায় ১৪.৭ লক্ষ টন।