এবার উচ্চমাধ্যমিকে ষষ্ঠ স্থান অধিকার করে নজির গড়ল বীরভূমের পড়ন্তপ মুখোপাধ্যায়। বুধবার উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশ হতেই দেখা যায় বীরভূমের বোলপুর মহকুমা থেকেই তিনজন পরীক্ষার্থী মেধাতালিকায় প্রথম দশে জায়গা করে নিয়েছে। এই তিনজনের মধ্যে পড়ন্তপ মুখোপাধ্যায় 492 নম্বর পেয়ে ষষ্ঠ স্থান অধিকার করেছে। পড়ন্তপের এমন ফলাফলে স্কুল থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা, এলাকার বাসিন্দারা সবাই খুশি।
পড়ন্তপ মুখোপাধ্যায় বীরভূমের বোলপুরের বাইপাস এলাকার বাসিন্দা। সে বোলপুরের শান্তিনিকেতনের নবনালন্দা উচ্চ বিদ্যালয়ের একজন পড়ুয়া। এমন ফলাফল করে পড়ন্তপ আগামী দিনে মানুষের মতো মানুষ হওয়ার পাশাপাশি শিক্ষক হওয়ার ইচ্ছে প্রকাশ করেছে।