নিয়োগ দুর্নীতিতে নয়া মোড়, তিন হেভিয়েটের নাম জড়ালেন পার্থ চট্টোপাধ্যায়

নিজস্ব প্রতিবেদন : তৃণমূল আমলে শাসক দল দুর্নীতিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছে। একের পর এক নেতা মন্ত্রীদের নাম জড়াচ্ছে দুর্নীতি কাণ্ডে। আর এই দুর্নীতি কাণ্ডের নাম নেতা মন্ত্রীদের নাম জড়াতেই সরব হতে দেখা যাচ্ছে বিরোধীদের। এরই মধ্যে বৃহস্পতিবার আদালতে যাওয়ার সময় তিন হেভিওয়েটের নাম করলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chattopadhyay)।

পার্থ চট্টোপাধ্যায় এদিন আদালতে প্রবেশ করার আগে যে তিনজন হেভিওয়েটের নাম করেছেন তা নিয়ে রীতিমত শোরগোল শুরু হয়েছে রাজ্যে। প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিস্ফোরক দাবিতে যে তিনজন হেভিওয়েট নেতার নাম উঠে এসেছে তারা হলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh), সুজন চক্রবর্তী (Sujan Chakraborty) এবং শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)।

পার্থ চট্টোপাধ্যায়ের দাবি করেছেন, সুজন শুভেন্দুর হাত ধরেই দুর্নীতি হয়েছিল। ২০১১-১২ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কি হয়েছিল তা খতিয়ে দেখার আর্জি জানিয়েছেন তিনি। এর পাশাপাশি তিনি দাবী করেছেন কোন বেআইনি কাজ তার পক্ষে করা সম্ভব ছিল না।

বৃহস্পতিবার আদালত কক্ষে প্রবেশ করার আগে পার্থ চট্টোপাধ্যায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্পষ্ট ভাষায় জানান, “পরিষ্কার ভাষায় বলছি, সুজন চক্রবর্তী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা, যে বড় বড় কথা বলছেন, তারা নিজেদের দিকে দেখুন। তারা উত্তরবঙ্গে কি করেছেন? ২০০৯-১০ সালের ক্যাগ রিপোর্ট দেখুন। সমস্ত জায়গায় তদবির করেছেন। আমি বলেছিলাম করতে পারবো না, আমি নিয়োগ কর্তা নয়। কোন বেআইনি কাজ করতে পারবো না।”

এর পাশাপাশি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে আঙুল তুলে পার্থ চট্টোপাধ্যায় দাবি করেন, “শুভেন্দু অধিকারী ২০১১-১২ সালে কী করেছিল দেখুন না। ডিপিএসসি-তে কী করেছিল দেখুন না।”