বোলপুরের পর সিউড়ি, জারি হল আংশিক লকডাউন

নিজস্ব প্রতিবেদন : রাজ্যের পাশাপাশি বীরভূমেও প্রতিনিয়ত বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। আক্রান্তের এই সংখ্যার বিচার করলে লক্ষ্য করা যাবে সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন বোলপুর এবং সিউড়ি পৌরসভা এলাকায়। এরই পরিপ্রেক্ষিতে গতকাল অর্থাৎ শনিবার বোলপুর পৌরসভা ১৫ জানুয়ারি পর্যন্ত আংশিক লকডাউন ঘোষণা করে। সেই একই পথে হেঁটে অনির্দিষ্টকালের জন্য আংশিক লকডাউন ঘোষণা করল সিউড়ি পৌরসভা।

বোলপুরের পাশাপাশি সিউড়ি পৌরসভাতেও এই আংশিক লকডাউন জারি হচ্ছে রবিবার অর্থাৎ ৯ জানুয়ারি। এই আংশিক লকডাউন অনির্দিষ্টকালের জন্য চলবে বলেই জানিয়েছেন সিউড়ি পৌরসভার প্রশাসক প্রণব কর। সিউড়ি পৌরসভায় যে ঘোষণা করা হয়েছে সেই ঘোষণা অনুযায়ী, রবিবার থেকে বিকাল ৫ টা পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। এরপর জরুরী পরিষেবা ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখতে হবে।

বোলপুর পৌরসভার ক্ষেত্রে এই নিয়ম জারি হচ্ছে দুপুর দুটো থেকে। অর্থাৎ বোলপুর পৌরসভা এলাকায় দুপুর দুটো থেকে জরুরী পরিষেবা ছাড়া সমস্ত দোকান বন্ধ রাখা হবে। বোলপুর পৌরসভার প্রশাসক পর্ণা ঘোষ জানিয়েছেন, আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে এই আংশিক লকডাউন, পরে পর্যালোচনার পর সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

অন্যদিকে সিউড়ি পৌরসভার প্রশাসক প্রণব কর জানিয়েছেন, “আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার কারণে হঠাৎ করে আমাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে। বাজারে ভিড় কমানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি আমরা। এখন আংশিক লকডাউন ডেকে আক্রান্তের সংখ্যা কমানোর চেষ্টা চালাচ্ছি। যদি সংখ্যা না কমে তাহলে সারাদিন বন্ধ রাখার সিদ্ধান্ত পথেও হাঁটতে হতে পারে।”

অন্যদিকে এই সিদ্ধান্তের ফলে বোলপুরের অধিকাংশ ব্যবসায়ী আর্থিক ক্ষতির সম্মুখীন হবেন বলেই দাবি করেছেন। বোলপুরের ব্যবসায়ীদের মধ্যে এই সুর শোনা গেলেও আবার সিউড়ির বেশ কিছু ব্যবসায়ী সিউড়ি পৌরসভার এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।