Mid Day Meal Job: মিড ডে মিল নিয়ে সুখবর দিল রাজ্য, ১১ হাজার টাকা বেতনের ৯ পোস্টে নিয়োগ

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : মিড ডে মিল প্রকল্প (Mid Day Meal) কী তা সম্পর্কে রাজ্যের পাশাপাশি দেশের অধিকাংশ মানুষেরাই জানেন। এই প্রকল্পের মধ্য দিয়ে স্কুল পড়ুয়াদের প্রতিদিন দুপুরের খাবার দেওয়া হয়। পড়ুয়ারা যাতে খালি পেটে পড়াশোনা না করে তার জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। এই প্রকল্প একদিকে যেমন পড়ুয়াদের পেটের খিদে ও পুষ্টি মিটিয়ে থাকে, ঠিক সেই রকমই এই প্রকল্পের হাত ধরে অনেকেই রোজগারের পথ দেখেন।

এবার এই প্রকল্পে ৯ জনকে নিয়োগ (Mid Day Meal Job) করার জন্য বিজ্ঞপ্তি জারি করল প্রশাসন। গত ২৭ জুন প্রশাসনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী এই সকল শূন্য পদে নিয়োগের জন্য আগাম কোন আবেদনপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। Walk in Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে।

অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদে নিয়োগ করা হবে ৯ জনকে। নিয়োগের ক্ষেত্রে যারা ইন্টারভিউ দিতে আসবেন তাদের বয়স যেন ৩০ জুন ২০২৪ এর হিসেব অনুযায়ী ৬৫ বছরের বেশি না হয়। নিয়োগের ক্ষেত্রে অবসরপ্রাপ্ত সেই সকল সরকারি কর্মচারীরা অগ্রাধিকার পাবেন যাদের সরকারি অফিসে পাঁচ বছরের অ্যাকাউন্ট সংক্রান্ত কাজের অভিজ্ঞতা রয়েছে। এই সকল শূন্যপদে যারা নিযুক্ত হবেন তাদের প্রতি মাসে ১১০০০ টাকা করে বেতন দেওয়া হবে।

আরও পড়ুন 👉 Mid Day Meal New Menu: বদলে গেল মিড ডে মিলের মেনু, এবার গরমে পড়ুয়াদের পাতে পড়বে ঠান্ডা ঠান্ডা কুল কুল প্রোডাক্ট

Walk in Interview নেওয়ার যে দিনক্ষণ জানানো হয়েছে তা হল ১২ জুলাই। নির্দিষ্ট করে দেওয়া ঐ দিন সকাল সাড়ে ১০টার সময় কম্পিউটারের টেস্ট নেওয়া হবে। ইন্টারভিউ নেওয়ার স্থান হল পশ্চিম মেদিনীপুরের মিড ডে মিল সেকশন কালেক্টরেট অফিস। নিয়োগ হলে যে সকল জায়গায় পোস্টিং হবে সেগুলি হল শালবনী, কেশপুর, খড়গপুর ১, খড়গপুর ২, পিংলা, দাসপুর ২, গরবেতা ১, গরবেতা ৩, চন্দ্রকোনা ১ নম্বর ব্লকে।

যে সকল চাকরি প্রার্থীরা এই সকল শূন্য পদে নিয়োগের জন্য কম্পিউটার টেস্ট দিতে যাবেন তাদের সঙ্গে নিয়ে যেতে হবে আসল ও ফটোকপি ভোটার আইডি কার্ড, সাম্প্রতিককালের দু’কপি পাসপোর্ট ছবি, পিপিও-র কপি, মেডিকেল সার্টিফিকেটের কপি, এক্সপেরিয়েন্স সার্টিফিকেট, রিটায়ারমেন্টের প্রমাণপত্র ইত্যাদি।