যাত্রীবাহী বেসরকারি বাস উল্টে দুর্ঘটনা, আহত ৭

নিজস্ব প্রতিবেদন : মোটরবাইককে রাস্তা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে গেল রাস্তার পাশের জমিতে। ঘটনায় আহত কম করে ৭ জন যাত্রী, অল্প বিস্তর আঘাত লেগেছে অন্যান্য যাত্রীদের। দুর্ঘটনার পর চালক ও খালাসী পলাতক।

সুমন নামে একটি যাত্রীবাহী বেসরকারি বাস রামপুরহাট থেকে সাঁইথিয়া যাওয়ার পথে মল্লারপুর থানার অন্তর্গত বিষাপাড়া গ্রামের কাছে একটি মোটরবাইককে রাস্তা দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় রাস্তার পাশের জমিতে। বাসের গতিবেগ বেশি ছিল বলেই অভিযোগ বাসে থাকা যাত্রীদের। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা এসে বাসের যাত্রীদের উদ্ধার করেন, পাশাপাশি খবর দেওয়া হয় মল্লারপুর থানায়।

ঘটনাস্থলে মল্লারপুর থানার পুলিশ এসে আহত যাত্রীদের মল্লারপুর স্বাস্থ্যকেন্দ্রে পাঠায় চিকিৎসার জন্য। তাদের মধ্যে দু’জনকে রামপুরহাট মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। আহতদের মধ্যে ময়ূরেশ্বরের বাসিন্দা দুলাল শেখ নামে এক ব্যক্তির আঘাত গুরুতর।

তবে বীরভূমে বারংবার এমন যাত্রীবাহী বাস ও অন্যান্য দুর্ঘটনার বাড়বাড়ন্তে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং রাস্তাঘাটের পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিশিষ্টজনেরা।