ধারে কাটা যাবে ট্রেনের টিকিট, Paytm নিয়ে নতুন অফার

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় নাগরিকদের কাছে গণপরিবহনের অন্যতম মেরুদন্ড হল রেল পরিষেবা। এবার এই রেল পরিষেবার ক্ষেত্রে নতুন দিগন্ত নিয়ে হাজির দেশের অন্যতম জনপ্রিয় ওয়ালেট অ্যাপ Paytm। এই সংস্থার তরফ থেকে গ্রাহকদের সুযোগ দেওয়া হচ্ছে ধারে টিকিট বুক করার।

পেটিএম অ্যাপ ব্যবহার করে যাত্রীরা সুযোগ পাবেন আগে টিকিট বুক করে পরে টাকা দেওয়ার। সংস্থার তরফ থেকে এই পরিষেবার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘বুক নাও, পে লেটার’। এই পরিষেবার মাধ্যমে এখন যাত্রীদের হাতে টাকা না থাকলেও টিকিট বুক করে সফর করার সুযোগ পাবেন।

পেটিএম অ্যাপের মাধ্যমে এই পদ্ধতিতে টিকিট বুক করার জন্য গ্রাহকদের কোনো রকম বাড়তি টাকাও দিতে হবে না। অর্থাৎ এখন ধারে টিকিট বুক করে পরে তা শোধ করার সময় কোন রকম সুদ দিতে হবে না। পাশাপাশি সংস্থার তরফ থেকে ৬০ হাজার টাকা পর্যন্ত এই ভাবে ধারে টিকিট বুক করার সুযোগ দিচ্ছে। টিকিট বুক করার পর ৩০ দিনের মধ্যে সেই টাকা শোধ করতে হবে।

টাকা শোধ করার ক্ষেত্রে কোন রকম সমস্যা থাকলে যাত্রীরা আবার ইএমআই পদ্ধতিও বেছে নিতে পারেন। যদিও ইএমআই পদ্ধতি বেছে নিলে সে ক্ষেত্রে নিয়ম অনুসারে সুদ এবং বাড়তি চার্জ দিতে হবে। এমনকি এই পদ্ধতিতে টিকিট বুক করার পর ব্যবহারকারীদের কাছে পেটিএম-এর তরফ থেকে একটি বিল পাঠানো হবে।

পেটিএম গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে অনেকটা ক্রেডিট কার্ডের মত। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে যেমন গ্রাহকরা আগে ক্রয় করে পরে টাকা শোধ করেন পেটিএম-এর এই ব্যবস্থা একই রকম। পেটিএম এই ব্যবস্থা নিয়ে এসেছে আইআরসিটিসি-র সঙ্গে গাঁটছড়া বেঁধে। তবে পেটিএম অ্যাপের মাধ্যমে এইভাবে টিকিট বুক করার সময় অবশ্যই আপনার IRCTC আইডি থাকতে হবে।