প্রতিদিন ৩ জিবি ইন্টারনেট আর কল, Airtel বনাম Jio

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বর্তমানে চারটি টেলিকম সংস্থা নিজেদের মধ্যে প্রতিদ্বন্দ্বীতায় রয়েছে। জনপ্রিয়তার দিক থেকে এগিয়ে রয়েছে Reliance Jio, আর তারপরেই Airtel, Vodafone-IdeaBSNL। প্রতিটি টেলিকম সংস্থায় গ্রাহকদের সামনে প্রতিনিয়ত নতুন নতুন রিচার্জের অফার নিয়ে আসছে যাতে করে গ্রাহকদের নিজেদের ঝুলিতে ধরে রাখা যায়।

কয়েকদিন আগেই রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের জন্য ৯৯৯ টাকার একটি নতুন রিচার্জ প্ল্যান নিয়ে আসে যাতে করে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ডেটা বা ইন্টারনেট পেয়ে থাকেন। বর্তমান লকডাউন পরিস্থিতিতে স্কুলের পড়াশোনা, অফিস কাছারির কাজ এবং বিনোদনের জন্য বেশি পরিমাণে ইন্টারনেটের প্রয়োজনের চাহিদার কথা মাথায় রেখে এই প্ল্যান। এই রিচার্জ প্ল্যানটি গ্রাহকরা ৮৪ দিনের জন্য ব্যবহার করতে পারবেন।

রিলায়েন্স জিও এমন রিচার্জ প্ল্যান এনে তাদের গ্রাহকদের সুবিধা দিলেও এয়ারটেল গ্রাহকরা কি করবেন? প্রতিদিন ৩ জিবি ডেটা বা ইন্টারনেট সহ এয়ারটেলের দুটি রিচার্জ প্ল্যান রয়েছে। একটি হলো ৩৯৮ টাকা এবং অন্যটি হলো ৫৫৮ টাকার। এখন প্রশ্ন হলো রিলায়েন্স জিও না এয়ারটেল কে বেশি সুবিধা দিচ্ছে!

টেলি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী প্রতিদিন ৩ জিবি করে ডেটা সহ প্ল্যানের নিরিখে এয়ারটেল ও জিও দুজনেই সুবিধার দিক থেকে ধারে কাছে রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এয়ারটেল রিলায়েন্স জিওর থেকে বেশি সুবিধা দিচ্ছে। কারণ হিসেবে তারা প্রথমেই যেটিকে উল্লেখ করেছেন তাহলো আনলিমিটেড কল। এয়ারটেল থেকে যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল করার সুবিধা পাওয়া যায় আর অন্যদিকে রিলায়েন্স জিও অন্য নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা দেয় না। দ্বিতীয় কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন খরচ। বেশিদিনের ভ্যালিডিটির প্ল্যানের ক্ষেত্রে রিলায়েন্স জিওর তুলনায় এয়ারটেলের খরচ কিছুটা হলেও কম। আবার কম দিনের ভ্যালিডিটির ক্ষেত্রে জিও-র খরচ কম।

এয়ারটেলের প্রতিদিন ৩ জিবি ডেটা সহ রিচার্জ প্ল্যান

৩৯৮ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পেয়ে থাকেন। আর প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট, যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল আর প্রতিদিন ১০০ টি করে এসএমএস। প্রতিদিনের হিসাবে খরচ ১৪.২১ টাকা।

৫৫৮ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ৫৬ দিনের ভ্যালিডিটি পেয়ে থাকেন। আর প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট, যে কোন নেটওয়ার্কে আনলিমিটেড কল আর প্রতিদিন ১০০ টি করে এসএমএস। প্রতিদিনের হিসাবে খরচ ৯.৯৬ টাকা।

জিও-র প্রতিদিন ৩ জিবি ডেটা সহ রিচার্জ প্ল্যান

৩৪৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পেয়ে থাকেন। আর প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট, জিও থেকে আনলিমিটেড কল। জিও থেকে অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট ২৮ দিনের জন্য। বাড়তি কলের জন্য মিনিটে ৬ পয়সা। আর প্রতিদিন ১০০ টি করে এসএমএস। প্রতিদিনের হিসাবে খরচ ১২.৪৬ টাকা।

৪০১ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ২৮ দিনের ভ্যালিডিটি পেয়ে থাকেন। আর প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট, জিও থেকে আনলিমিটেড কল। জিও থেকে অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট ২৮ দিনের জন্য। বাড়তি কলের জন্য মিনিটে ৬ পয়সা। আর প্রতিদিন ১০০ টি করে এসএমএস। এই রিচার্জে সারা মাসে আরও ৬ জিবি ইন্টারনেট বাড়তি দেওয়া হয়। ২৮ দিনের হিসাবে মোট ৯০ জিবি ইন্টারনেট। প্রতিদিনের হিসাবে খরচ ১৪.৩২ টাকা।

৯৯৯ টাকা : এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা ৮৪ দিনের ভ্যালিডিটি পেয়ে থাকেন। আর প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট, জিও থেকে আনলিমিটেড কল। জিও থেকে অন্য নেটওয়ার্কে মোট ৩০০০ মিনিট ৮৪ দিনের জন্য। বাড়তি কলের জন্য মিনিটে ৬ পয়সা। আর প্রতিদিন ১০০ টি করে এসএমএস। প্রতিদিনের হিসাবে খরচ ১১.৮৯ টাকা।